জাপানকে ১০ উইকেটে হারিয়ে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত ভারতের।

অনূর্ধ্ব 19 বিশ্বকাপে ভারতীয় দলের জয়ের ধারা অব্যাহত, প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 90 রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জাপানকে হারালো ভারতীয় দল। মঙ্গলবার অনুর্দ্ধ 19 বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত বনাম জাপান, এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক প্রিয়ম গর্গ। এর ফলে প্রথমে ব্যাটিং করতে আসে জাপান, ব্যাটিং করতে এসে জাপানের ব্যাটিং বিপর্যয় ঘটে। ভারতীয় বোলারদের দাপুটে বোলিংয়ের কাছে ধরাশায়ী হয়ে ওঠে জাপানের ব্যাটিং।

ভারতীয় বোলার রবি বৈষ্ণব, কার্তিক ত্যাগী ও আকাশ সিংয়ের দাপুটে বোলিংয়ের দৌলতে 22.5 ওভারে মাত্র 41 রানেই শেষ হয়ে যায় জাপানের ইনিংস। রবি বৈষ্ণব 4 টি, কার্তিক ত্যাগী 3 টি ও আকাশ সিংয় 2 টি করে উইকেট নেন। এই ম্যাচে জাপানের কোন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান তুলতে পারেনি, জাপানি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান করেছেন শু নোগুচি এবং কেন্তো দবেল দুজনেরই রান সংখ্যা 7। ইন্টারন্যাশনাল ক্রিকেটে রেকর্ড করে পাঁচজন জাপানি ব্যাটসম্যান 0 রানে আউট হয়ে সাজঘরে ফিরে যায়।

862504449f9ae0a19463f58a287f894106e900d

জবাবে ব্যাট করতে নেমে মাত্র 4.2 ওভারে কোনো উইকেট না হারিয়েই জয়ের জন্য উপযুক্ত রান তুলে নেয় ভারতীয় যুবা ব্যাটসম্যানরা। ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল 29 রানে এবং কুমার কুশগা 13 রানে অপরাজিত থাকেন।


Udayan Biswas

সম্পর্কিত খবর