শত্রুপক্ষের দুঃসাহসের জবাব দিতে পশ্চিম সীমান্তে মোতায়েন হল স্বদেশী লড়াকু বিমান তেজস

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ চীনের সাথে সীমান্ত নিয়ে চলা বিবাদের মাঝে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) পাকিস্তান সীমান্তের সাথে সাথে পশ্চিম সীমান্তে স্বদেশী লড়াকু বিমান তেজসকে (HAL Tejas) মোতায়েন করল। জানিয়ে দিই, তেজস অনেক ভূমিকা পালন করতে সক্ষম দেশে তৈরি একটি হালকা লড়াকু বিমান। সরকারি সুত্র অনুযায়ী, এলসিএ তেজস কে ভারতীয় বায়ুসেনা পশ্চিম সীমান্তে পাকিস্তান সীমার পাশে মোতায়েন করেছে। সেখান থেকে হওয়া যেকোন পদক্ষেপের কড়া জবাব দিতেই এই কাজ করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণের সময় স্বদেশী লড়াকু বিমান তেজসের প্রশংসা করেন আর বলেন, এলএসি মার্ক১এ সংস্করণ কেনার চুক্তি খুব শীঘ্রই পূরণ হওয়ার আশা আছে।  বিমানের প্রথম ক্সোয়াড্রন ইনিশিয়ালি অপারেশনাল ক্লিয়ারেন্স সংস্করণের, আর দ্বিতীয় ১৮ স্কোয়াড্রন ‘ফ্লাইং বুলেটস” শেষ অপারেশনাল ক্লিয়ারেন্স সংস্করণের। এই স্কোয়াড্রনের সঞ্চালন বায়ুসেনা প্রধান ২৭ মে সুলুর এয়ারবেস থেকে করেছিলেন।

ভারতীয় বায়ুসেনা আর প্রতিরক্ষা মন্ত্রালয় এই বছরের শেষ পর্যন্ত ৮৩ টি মার্ক1A বিমান কেনার জন্য চুক্তি করতে পারে। সীমান্তে চীনের আক্রমনাত্বক মনোভাবের কারণে ভারতীয় বায়ুসেনা নিজদের অত্যাধুনিক হাতিয়ার চীন আর পাকিস্তান দুই দেশের সীমান্তেই মজুদ করছে।

ভারতীয় বায়ুসেনার ফরোয়ার্ড এয়ারবেস গুলোকে পশ্চিম আর উত্তর সীমান্তে যেকোন পরিস্থিতির সাথে মোকাবিলার জন্য তৈরি করা হয়েছে। সম্প্রতি এই এয়ারবেস গুলো থেকে ব্যাপক পরিমাণে বিমানের সঞ্চালন বাড়ানো হয়েছে। এমনকি রাতের অন্ধকারেও এই এয়ারবেস গুলো থেকে হাওয়াই অভিযান চালানো হচ্ছে।

সম্পর্কিত খবর

X