হুঙ্কার দিয়ে তৃণমূলের শান্তি মিছিলে ঝাঁপিয়ে পড়ল আদিবাসী মহিলারা, বলল ‘দেশ ছাড়ব না’

বাংলাহান্ট ডেস্কঃ তৃণমূলের (tmc) ‘শান্তি মিছিল’-এ লাঠি হাতে হামলা করলেন আদিবাসী মহিলারা। হুঙ্কার দিলেন- যেমন আছি, তেমনই থাকব, দেশ ছাড়ব না। হামলার মুখে বাধ্য হয়ে পিছু হটতে বাধ্য হন মিছিলকারীরা। শেষমেশ মহম্মদবাজার থানার পুলিশি পাহারা দিয়ে উদ্ধার করা হয় মিছিলকারীদের।

প্রসঙ্গত, বহিরাগতরা এলাকায় অশান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে- এমনটা অভিযোগ করে দেউচা- পাচমির প্রস্তাবিত খনি এলাকার তেঁতুলবাঁধ গ্রামে বৃহস্পতিবার এক মিছিলের আয়োজন করে তৃণমূল শিবির। যে মিছিলের নাম দেওয়া হয় ‘শান্তি মিছিল’। সেখানে তৃণমূলের দলীয় নেতৃত্বদের দেখা গেলেও, দেখা গেল না তৃণমূলের পতাকা।

   

এই মিছিল শুরু হতে না হতেই তৃণমূলের কর্মীদের উপর হামলা করার অভিযোগ উঠেছে। তাঁদের দাবি ছিল- দেওয়ানগঞ্জ -হরিণসিঙা এলাকার মানুষকে ভুল বোঝাচ্ছে বহিরাগতরা। আর সেই কারণেই তাঁদের সঠিক পথ দেখাতে এই মিছিলের আয়োজন করা হয়।

অপরদিকে বিজেপির দাবি ছিল, বিজেপি কর্মীদের প্রাণনাশের হুমকি দিয়ে তাঁদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে তৃণমূলরা। যার ফলে চাপে পড়ে কয়েকজন তৃণমূলে গিয়ে নাম লেখালেও, তাঁদের মন বিজেপির দিকেই পড়ে আছে।

এদিন বেনামে তৃণমূলের এই ‘শান্তি মিছিল’ শুরু হতে না হতেই সেই মিছিলে হামলা করে স্থানীয় আদিবাসী রমণীরা। মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই লাঠি সোটা নিয়ে সেখানে রুখে দাঁড়ায় আদিবাসী মহিলারা। দেউচা পাচমি কয়লাখনির সমর্থনে তৃণমূলের করা এই মিছিলে আদিবাসী মহিলারা দাবি জানায়, ‘আমরা এখানে যেমন ছিলাম, তেমনই থাকব। আমাদের কোন শিল্প বা খনির দরকার নেই, কিছু হবে না এখানে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর