আমেরিকায় পা দিলেন প্রধানমন্ত্রী মোদী, ‘ভারতের গর্ব’কে দেখতে বৃষ্টি মাথায় বিমানবন্দরে ভিড় জমালেন ইন্দো-আমেরিকানরা

বাংলাহান্ট ডেস্কঃ করোনাকালে এই প্রথম মার্কিন মাটিতে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন (Joe Biden) আমেরিকার ক্ষমতায় আসার পর, এই প্রথম মুখোমুখী হচ্ছেন মোদী-বাইডেন। অংশ নেবেন কোয়াড বৈঠকে।

বিদেশ বিভূঁইয়ে পা রেখে আবেগান্বিত হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃষ্টি উপেক্ষা করেই, মার্কিন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ইন্দো-আমেরিকানরা। তাঁদের থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়ে আপ্লুত মোদী জি। তাঁদের সঙ্গে হাত মেলানেন, এমনকি কথাও বললেন।

আমেরিকার মাটিতে পা রাখতেই, বৃষ্টি উপেক্ষা করেই মোদীর জিকে দেখতে বিমানবন্দরে প্রচুর মানুষের ঢল নেমে গিয়েছিল। মোদী জিকে দেখেই তাঁদের গলা ফাটিয়ে চিৎকার ও হাত নেড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো- সবকিছু মিলিয়ে এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছিল। মোদী জিও তাঁদের দিকে এগিয়ে গিয়ে মেলালেন হাত, বললেন কথাও।

এদিন মার্কিন বিমানবন্দরে মোদী জিকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আধিকারিকরা। এছাড়াও আমেরিকায় ভারতীয় প্রতিনিধি তরণজিৎ সিং সান্ধু, ব্রিগেডিয়ার অনুপ সিংঘল, বায়ুসেনার কম্যান্ডার অঞ্জন ভদ্র ও নৌসেনার কম্যান্ডার নির্ভয়া বাপনারা।

জো বাইডেন মার্কিন মসনদে বসার পর এই প্রথমবার মোদী-বাইডেন সাক্ষাৎ এবং বৈঠক হওয়ার কথা রয়েছে। আমেরিকায় আয়োজিত কোয়াড বৈঠকে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা (Yoshihide Suga) এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট ম্যারিসন (Scott Morrison)।

এই বৈঠকে চীন একটা বড় বিষয় হবে বলেও ধারণা করছে বিশেষজ্ঞ মহল। প্রধানমন্ত্রী মোদীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও লাভজনক বলেই মনে করা হচ্ছে।

Smita Hari

সম্পর্কিত খবর