তুঙ্গে ভারত-চিন জল বিবাদ! অরুণাচলে বাঁধ তৈরি করে ড্রাগনদের মুখের উপর জবাব নয়াদিল্লির

বাংলা হান্ট ডেস্ক : ভারত-চিন জল বিবাদ (India – China Water Dispute) ধীরে ধীরে জটিল আকার নিচ্ছে। মূলত অরুণাচল সীমান্তে একের পর এক ভারত বিরোধী পদক্ষেপ করছে চিন (China)। তার পাল্টা জবাব দিচ্ছে ভারতও। অরুণাচলে (Arunachal Pradesh) ড্রাগনদের নাকের ডগায় ভারত ১১০০০ মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করছে বলে খবর। এই প্রকল্প তৈরি হচ্ছে সুবনসিঁড়ি জেলায়। যা নিয়ে রীতিমতো উত্তপ্ত সীমান্ত। এছাড়া এনএইচপিসি (NHPC) -র আওতায় তৈরি হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির আরও একাধিক জলবিদ্যুৎ প্রকল্প।

নতুন কী পরিকল্পনা করছে চিন? সাংবাদমাধ্যম সূত্রে খবর, ভারত সীমান্তের পাশেই ৬০০০০ মেগাওয়াটের নদীবাঁধ তৈরি করছে জিনপিং-এর দেশ। এই নদীবাঁধ নির্মাণ হচ্ছে অরুণাচলপর কাছেই ইয়ারলং-সাংপো নদীর উপর। এই বাঁধ তৈরি শুরু হওয়ার পরই সচেতন হয়ে যায় ভারত। নয়া দিল্লিও প্রস্তুতি নিতে শুরু করে চিনের এই নতুন চ্যালেঞ্জের বিরুদ্ধে। জানা যাচ্ছে, ব্রহ্মপুত্র জলকে এই বাঁধে মজুত রাখতে চায় চিন। যে কোনও পরিস্থিতিতে এই বাঁধ থেকে জল ছাড়লে ভেসে যাবে অসম, অরুণাচল প্রদেশ সহ একাধিক রাজ্য। ডুবে যাবে বাংলাদেশের একাংশও।

   

india 2

চিনকে জবাব দিচ্ছে ভারতও : চিনের তৈরি ইয়ারলং – সাংপো নদীর উপর তৈরি বাঁধের জবাবে ভারত শুরু করেছে নিম্ন সুবনর্সিঁড়ি জলবিদ্যুৎ প্রকল্প। এনএইচপিসি-র আওতায় তৈরি এই প্রকল্পের ক্ষমতা ২০০০ মেগাওয়াট। এটা ছাড়া চিন সীমান্তের আশেপাশে আরও ৮ টি প্রকল্প তৈরি করতে চলেছে দেশ। এই প্রকল্পগুলির প্রধান উদ্দেশ্য হল, চিন যদি উপর থেকে জল ছাড়ে তাহলে এই বাঁধগুলি জলের স্তর নিয়ন্ত্রণ করবে।

অপরদিকে ব্রহ্মপুত্র নদ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতে মিষ্টি জলের প্রায় ৩০ শতাংশ আসে এই নদ থেকে। ব্রহ্মপুত্রের জল থেকেই তৈরি হয় ৪০ শতাংশ জলবিদ্যুৎ। এই নদের প্রায় ৫০ শতাংশই রয়েছে চিনের দখলে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর