বাংলা হান্ট ডেস্ক: ভারত সরকারের ৩৭০ ধারা বাতিল করার পর থেকেই রাগে ফুসছে পাকিস্তান। মুখিয়ে রয়েছে যুদ্ধের জন্য। বুধবার তারই ইঙ্গিত দিয়ে দিলেন পাক রেল মন্ত্রী শেখ রশিদ। রাওয়ালপিন্ডিতে এক অনুষ্ঠানে শেখ রসিদ বলেন, “কাশ্মীরের পরিস্থিতি যুদ্ধ দিকে যেতে চলেছে। অক্টোবর-নভেম্বরেই যুদ্ধের আশঙ্কা রয়েছে।” হুশিয়ারি দিয়ে তিনি বললেন যে কাশ্মীরে কোনরকম আঘাত এলে যুদ্ধ অবশ্যম্ভাবী।শুধু তাই নয়, সতর্কবার্তা দিয়ে তিনি বললেন, এই যুদ্ধ শুধুমাত্র দুটো দেশের মধ্যে হবে না। দক্ষিণ-এশিয়ায় এর প্রভাব পড়বে। এমনকি ভূ-মানচিত্র পালটে যেতে পারে বলে হুঙ্কার ছাড়েন পাক রেলমন্ত্রী।
ভারত সরকারের সিদ্ধান্তের পর ভারতকে কোণঠাসা করতে আন্তর্জাতিক মঞ্চে অনেক কূটনৈতিক চাল চালে পাকিস্তান। এমনকি রাষ্ট্রসঙ্ঘের কাছেও যায়। মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা বলেও ভারতকে শাস্তি দিতে চায় পাক মন্ত্রক। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন ও ফ্রান্স ভারতের হয়েই সুর তোলে। এমনকি আজ রাশিয়াও স্পষ্ট জানিয়ে দেয় কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়। গতদিন নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের পরে ট্রাম্প ও জানায় এক ই কথা। ফলে ইমরান খান নিজেই কোণঠাসা হয়ে পড়ে।
এই অবস্থায় রাগে বাজে অবস্থা পাকিস্থান নেতাদের। শেখ রশিদ বলেন, “ভারত সম্পর্কে বরাবরই উদাসীন রাষ্ট্রসঙ্ঘ”। অনুচ্ছেদ ৩৭০ –র বিশেষাধিকার প্রত্যাহারের পরই ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে পাকিস্তান। তবে এর জন্য অবশ্য নিজেই অথৈ জলে পড়েছে পাকিস্তান। ভেঙে গেছে অর্থনৈতিক কাঠামো।এ বার ভারতের জন্যই পাকপাকিভাবে আকাশপথ বন্ধ করার ভাবনা চিন্তা করছে ইমরানের সরকার।