ইন্দোনেশিয়া, বিশ্বের একমাত্র দেশ যেখানকার ২০০০০ রূপীতে আছে ভগবান গণেশ এর ছবি

সবার আগেই পুজিত হন গণেশ৷ গণেশ পুজোর মধ্য দিয়েই ভারতে উত্সবের সূচনা হয়৷ ভারতের বিভিন্ন রাজ্যে মহা সমারোহের সঙ্গে গণেশ উত্সব পালিত হয়৷ চলতি সপ্তাহের সোমবার থেকে গণেশ চতুর্থী শুরু হয়েছে৷ বিশেষ করে হিন্দু প্রধান রাজ্যগুলিতে গণেশ পুজো হয় ধুমধাম করে৷ তবে আমাদের দেশ ছাড়াও অন্য একটি মুসলিম প্রধান দেশেই গণেশ দেবতার আরাধনা করা হয় আর সেই দেশ হল ইন্দোনেশিয়া৷ টাকার মধ্যে গণেশ দেবতার ছবি প্রিন্ট করে ইন্দোনেশিয়ার মানুষ জন উত্সবে মেতে ওঠেন৷ তবে শুধুমাত্র উত্সবের সময় নয় সারা বছর ধরে বিশ্বের অন্যতম মুসলিম প্রধান দেশ হিসেবে ইন্দোনেশিয়ায় পূজিত হন গণেশ৷ প্রত্যেকের বাড়ি ছাড়াও শ্রেণি কক্ষে গণেশের ছবি পাওয়া যায়৷

 

ইন্দোনেশিয়ার 87.2% জনগণ মুসলিম আর যেখানে মাত্র 1.7% মানুষ হিন্দু ধর্মাবলম্বী৷ তবে সেখানে টাকার নোটে ভগবান গণেশের খোদাই করা ছবি বহু মানুষকেই অবাক করে৷ প্রথম শতাব্দী থেকেই ইন্দোনেশিয়ায় হিন্দু ধর্মের বিশেষ প্রভাব আছে যা বিশ্বের অনেকের কাছেই অজানা৷  এমনকি ইন্দোনেশিয়ার কুড়ি হাজার টাকার নোটে গণেশের ছবি রয়েছে তাও আমাদের কাছে অজানা৷                                                                                                                                                                                তবে শুধুমাত্র গণেশ দেবতাকে পূজা করা নয় ইন্দোনেশিয়ায় হনুমান ঠাকুরের  প্রচলন রয়েছে তাই তো ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী হনুমানকে তাঁদের মুখোশ হিসেবে ব্যবহার করে থাকে৷ তাই ভারতে বিভিন্ন দেবতাদের মন্দির রয়েছে এবং ভারতবাসীরাই দেবতাদের আরধনা করেন এই ধারনা সম্পূর্ণ ভুল তা আরও একবার প্রমানিত

সম্পর্কিত খবর