বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোর (Indore) শহর আবারও সফলতার সিঁড়ি অর্জন করল। স্বচ্ছতা সমীক্ষা (Swachh Survekshan) ২০২০ তে ভারতের (India) সবথেকে পরিস্কার শহরের মধ্যে ইন্দোর প্রথম স্থান অধিকার করেছে। লাগাতার চতুর্থবার ইন্দোর এক নম্বর পজিশন ধরে রাখতে সক্ষম হয়েছে। এর আগে ২০১৭, ২০১৮ আর ২০১৯ এ দেশের এক নম্বর স্বচ্ছ শহরের খেতাব ইন্দোরের নামেই ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) স্বচ্ছতা সমীক্ষার ঘোষণা করেন আজ। সেখানে তিনি ইন্দোর শহরকে দেশের সবথেকে স্বচ্ছ শহর বলে ঘোষণা করেন।
Indore is India's cleanest city in Swachh Survekshan 2020, the fifth edition of the annual cleanliness survey of the country.
The city has bagged the spot fourth time in a row. Gujarat's Surat on second spot and Maharashtra's Navi Mumbai on third. pic.twitter.com/mNcMhehoxE
— ANI (@ANI) August 20, 2020
ইন্দোরের পর গুজরাটের সুরাট দ্বিতীয় স্থানে আর মহারাষ্ট্রের নব মুম্বাই শহর তৃতীয় স্থান দখল করেছে। এই সমীক্ষায় ইন্দোরের প্রায় তিন লক্ষ মানুষ তাঁদের নিজেদের মতামত জানান। শহরের সাফাই আর নগর নিগমের সমস্যার সমাধানের জন্য একটি অ্যাপ বানানো হয়েছিল। প্রায় চার লক্ষ মানুষ সেই অ্যাপ ডাউনলোড করেন এবং শহরের স্বচ্ছতা নিয়ে অনবরত নগর নিগমের সাথে সম্পর্কে থাকেন।
সমস্ত মানুষের সমস্যা সমাধান এবং শহরকে স্বচ্ছ বানানোর জন্য ইন্দোর পুরসভা জোরদমে কাজ করেছে। আর এরফলে দেশের এক নম্বর স্বচ্ছ শহরের খেতাব আবারও এই শহরের নামেই এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পর গোটা শহরে উৎসবের মহল তৈরি হয়েছে। ইন্দোরের সাংসদ লালবানী ইন্দোরের মানুষদের সন্ধ্যে বেলায় তাঁদের ঘরে প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের পালন করার কথা বলেছেন। এছাড়াও উনি আগামীকাল শুক্রবার ইন্দোরের সাফাই কর্মীদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছেন।