বাংলাহান্ট ডেস্ক: আবারো নক্ষত্রপতন বাংলা অভিনয় জগতে। চির ঘুমের দেশে পাড়ি দিলেন অভিনেতা ইন্দ্রজিৎ দেব (indrajit deb)। আজ, শনিবার ভোর রাতে ঘুমের মধ্যেই প্রয়াত (death) হন তিনি। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী গভীর শোকপ্রকাশ করেছেন অভিনেতার আকস্মিক প্রয়াণে।
আকস্মিক প্রয়াণই বটে। দীর্ঘদিন যাবৎ কোনো শারীরিক অসুস্থতার কথা জানা যায়নি অভিনেতার। এমনকি বেশ কিছুদিন আগে বাড়ি থেকেও বেরিয়েছিলেন। তিনিই যে হঠাৎ এভাবে চলে যাবেন তা ভাবতে পারেননি কেউই। এমন আচমকা শোক সংবাদে ভারাক্রান্ত গোটা অভিনয় জগৎ।
পুরোনো স্মৃতি রোমন্থন করে শোক জ্ঞাপন করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তিনি লিখেছেন, ‘সেই ছোট্টবেলায় আলাপ। কত আদর, কত বায়না, কত গল্প… শুটিং এ গিয়ে ভয় করতো না, অসুবিধা হতো না, অস্বস্তি হতো না কোনো… তোমার মত কয়েকজন আশেপাশে থাকতে বলে। বাবা মা ও নিশ্চিন্তে থাকতেন। সব সময় সঙ্গে যেতেন ও না। জানতেন, তোমরা আছো। চিন্তার কিছু নেই।
প্রথমে একটু দুর থেকে দেখতাম, পরে খুব কাছ থেকে — ভালো মানুষ, ভদ্র পুরুষ, True Gentleman কাকে বলে। তুমিই প্রথম শিখিয়েছিলে, “টুম্পা.. কথায় কথায় shit বলিস না, বলতে নেই। ওটা ভালো শব্দ নয়। খারাপ লাগা অন্য ভাবে প্রকাশ কর। চারিপাশের সব কিছু শিখতে নেই। শুধু ভালো গুলো নিবি। খারাপ গুলো বর্জ্ন করবি।”
স্মার্ট চেহারা, পরিষ্কার উচ্চারণ, eversmiling face……. আর দেখা হবে না গুলাই কাকু??? Rest in peace Gulai Kaku… Actor Indrajit Deb….. জোছন জ্যেঠু, চন্দ্রা জেঠিমা, গুলাই কাকু, দেবাংশু দা সবাই চলে গেলো।ছোটবেলা টা হারিয়ে যাচ্ছে ক্রমশঃ!!’
বাংলা সিরিয়াল তথা সিনেমা জগতের অত্যন্ত পরিচিত মুখ ছিলেন ইন্দ্রজিৎ দেব। বহু সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। ‘তেরো পার্বণ’এ গোরার দাদার চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছিলেন তিনি।
সিনেমাতেও একই রকম সাবলীলতার সঙ্গে অভিনয় করতেন ইন্দ্রজিৎ দেব। প্রেমী, সুজন সখী, মোহিনী, স্মৃতিভ্রম এর মতো ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও একটি প্রখ্যাত বিজ্ঞাপন সংস্থার উঁচু পদেও কাজ করতেন তিনি। বিজ্ঞাপনে বহুবার দেখা গিয়েছে ইন্দ্রজিৎ দেবকে।