বাংলাহান্ট ডেস্ক: টলিউডের প্রথম সারির তারকাদের মধ্যে অবধারিত ভাবে আসবে জিতের (jeet) নাম। মূলত মেইনস্ট্রিম নায়ক হলেও সম্প্রতি একটু ভিন্নধর্মী ছবিও করতে শুরু করেছেন তিনি। নিজেকে ভাঙা গড়ার কাজ চলছে। কম দিন হয়নি অভিনয় জগতে পা রেখেছেন তিনি। ইতিমধ্যেই প্রচুর জনপ্রিয় ছবি নিজের ঝুলিতে ভরে ফেলেছেন জিৎ।
দীর্ঘদিন ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি।
জিতের সুপারহিট ছবিগুলির মধ্যে অন্যতম ‘সাথীহারা’ (sathihara)। এই ছবিতে জিতের চরিত্রটি ছিল একজন সুরকারের। স্বস্তিকা মুখার্জি, তাপস পাল সহ বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের দেখা গিয়েছিল এই ছবিতে। জিতের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন ইন্দ্রানী ঘোষ (indrani ghosh)।
দীর্ঘদিন ধরে টলি ইন্ডাস্ট্রিতে রয়েছেন ইন্দ্রানী। বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় প্রতিভা দেখিয়ে মুগ্ধ করেছেন তিনি দর্শকদের। অনেক ছোট বয়সে অভিনয় জগতে পা রাখেন তিনি। একাদশ শ্রেণীতে পড়ার সময়েই দাদার পাড়ার নাটকের গ্রুপে অভিনয় করেন তিনি। নাচ করতে খুব ভালবাসতেন ইন্দ্রাণী। এর পাশাপাশি অভিনয়ের প্রতিও একটা ভাললাগা তৈরি হয় তাঁর। যোগ দেন গণনাট্য সঙ্ঘের কলাকার ও প্রান্তিক শাখায়। জ্ঞানেশ মুখার্জির মাস থিয়েটারেও অভিনয় করেছেন তিনি।
থিয়েটার জীবনের পর শুরু হয় তাঁর বড় পর্দায় অভিনয়। বীরেশ চট্টোপাধ্যায় পরিচালিত ‘তবু ভালবাসি’ তাঁর প্রথম ছবি। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন ইন্দ্রানী। এরপরেই সাথীহারাতে জিতের সঙ্গে অভিনয়। বড় পর্দার পাশাপাশি টেলি ফিল্ম ও ছোট পর্দাতেও একই রকম দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি।
তাঁর অভিনীত সিরিয়ালগুলির মধ্যে রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম, রাখি বন্ধন, রেশম ঝাঁপি, কনে বৌ অন্যতম। এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘খেলাঘর’এ অভিনয় করছেন ইন্দ্রানী। তাঁর চরিত্রটির একটি ফুলের দোকান রয়েছে বস্তিতে। ফুলকাকি চরিত্রে সবার মন জয় করে নিয়েছেন ইন্দ্রানী ঘোষ।