ওজন বেড়ে চেনাই দায়, এ কোন ইন্দ্রাণী! কীভাবে এমন হাল হল ‘শ্রীময়ী’র?

বাংলাহান্ট ডেস্ক : ইন্দ্রাণী হালদার (Indrani Haldar), নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একজন অত্যন্ত প্রতিভাবান, সুদক্ষ অভিনেত্রী যিনি একাধারে অতীব গ্ল্যামারাসও বটে। সবসময় পরিপাটি থাকা ইন্দ্রাণীকে (Indrani Haldar) দেখে অনেকেই ফিটনেস সচেতনতার অনুপ্রেরণা পেয়ে থাকেন। কিন্তু অনুপ্রেরণাদাত্রীরই সাম্প্রতিক একটি ভিডিও দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরা। এ কোন ইন্দ্রাণী!

দীর্ঘদিন আড়ালে ছিলেন ইন্দ্রাণী (Indrani Haldar)

অভিনয় জগতের দীর্ঘদিনের সদস্য ইন্দ্রাণী হালদারের (Indrani Haldar) ছোটপর্দায় শেষ এবং অন্যতম স্মরণীয় কাজ ‘শ্রীময়ী’। সেখানে অভিনেত্রীকে দেখা গিয়েছিল একেবারে স্লিম অ্যান্ড ট্রিম লুকে। তারপর কিছুদিন একটি নন ফিকশন শোয়েরও সঞ্চালনা করেছিলেন তিনি। কাজ করেছেন ‘কুলের আচার’ এবং ‘ছোটলোক’ ছবি এবং সিরিজে। সর্বত্রই ধরা দিয়েছেন সেই চিরচেনা লুকে। কিন্তু হঠাৎ করেই যেন ইন্ডাস্ট্রি থেকে গায়েব হয়ে যান ইন্দ্রাণী (Indrani Haldar)। কোথাও দেখা পাওয়া যাচ্ছিল না তাঁর। যেন অন্তরালে চলে গিয়েছিলেন তিনি।

আরো পড়ুন : আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন, সুশান্ত মৃত্যুতে কার দিকে আঙুল তুললেন সোমি!

ভাইরাল ভিডিওতে তাঁকে চেনা দায়

দীর্ঘদিন পর ফের একটি মাচা শোতে দেখা মিলল ইন্দ্রাণী হালদারের (Indrani Haldar)। কিন্তু তাঁকে চেনা দায়! কোথায় সেই ছিপছিপে তন্বী লুক? বাড়তি মেদ জমেছে শরীরে, ‘ফিট’ তকমাটা যেন ঠিক খাপ খাচ্ছে না ইন্দ্রাণীর এই লুকের সঙ্গে। ভাইফোঁটার রাতের মাচা শোয়ের ভিডিওটি বর্তমানে ভাইরাল নেটপাড়ায়। কিন্তু অভিনেত্রীর এমন অবস্থা হল কী করে, তা জানার জন্যই মন আনচান অনুরাগীদের।

আরো পড়ুন : অনুষা শুধুই বন্ধু, ঋতব্রতর প্রথম প্রেমিকা এই অভিনেত্রী! কোন ক্লাসে শুরু সম্পর্ক?

কী হয়েছিল অভিনেত্রীর?

এ বিষয়ে নিজেই মুখ খুলেছেন ইন্দ্রাণী (Indrani Haldar)। তিনি জানান, মাঝে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। পিঠে ব্যথার কারণে এক বছর কোনো অনুষ্ঠান করেননি তিনি। ডাক্তার বাড়ির বাইরে বেরোতে বারণ করেছিলেন। কোনও রকম ব্যায়াম করতেও বারণ করা হয়েছে তাঁকে। তবে এখন ওষুধ খেয়ে আগের থেকে সুস্থ আছেন তিনি। কিন্তু ওষুধের জন্যই ওজন বেড়ে গিয়েছে তাঁর।

Indrani Haldar

তবে পর্দার শ্রীময়ী সকলকে অনুরোধ করেছেন, তাঁর বাড়তি ওজন নিয়ে কটু কথা না বলতে। নয়তো তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন। দিনের শেষে তিনিও তো একজন মানুষ। ইন্দ্রাণী হালদার আরো জানান, অনেকদিন আগেই নিজের ভাইকে হারিয়েছেন তিনি। তাই এই ভাইফোঁটার সময় তাঁর মন খারাপ হয়ে যায়। তবে ওজন আগের থেকে বাড়লেও অসুস্থতা কাটিয়ে ইন্দ্রাণী যে আবার কাজে ফিরেছেন তাতেই খুশি তাঁর অনুরাগীরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর