‘শ্রীময়ী’ শেষ, ছোটপর্দাকে বিদায় জানিয়ে বড়পর্দায় ফিরছেন ইন্দ্রাণী! সঙ্গী মধুমিতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ আড়াই বছর ধরে ছোটপর্দায় রাজত্ব করে অবশেষে বিদায় নিচ্ছে ‘শ্রীময়ী’ (sreemoyee)। বাংলা সিরিয়ালের জগতে এক মাইলফলক এই সিরিয়াল। চল্লিশোর্ধ্ব মহিলার নতুন করে ভালবাসার, দ্বিতীয় সংসার শুরু করার গল্প দেখিয়েছিল শ্রীময়ী। তুমুল ভালবাসা পেয়েছিল শ্রীময়ী, অনিন্দ‍্য, জুন আন্টি, রোহিত সেন, দিঠি, ডিঙ্কার মতো চরিত্রগুলি। শেষলগ্নে রোহিত সেনের মৃত‍্যুর মতো দৃশ‍্য দিয়েই শেষ হচ্ছে শ্রীময়ী।

স্বাভাবিক ভাবেই মন খারাপ দর্শকদের। ট্রোল কম হয়নি সিরিয়ালটি নিয়ে। কিন্তু তবুও প্রিয় চরিত্রগুলিকে আর টিভির পর্দায় দেখতে না পাওয়ার কষ্ট রয়ে গিয়েছে দর্শকদের মনে। জুন আন্টি ওরফে উষসী চক্রবর্তী ইতিমধ‍্যেই জানিয়ে দিয়েছেন জুনকে ভোলার জন‍্য আপাতত আর ছোটপর্দা নয়। অভিনয় থেকে কিছুদিনের বিরতি নেওয়ার পর সিনেমা, সিরিজে কাজ করবেন তিনি।


রোহিত সেন ওরফে টোটা রায়চৌধুরী ব‍্যস্ত বলিউডি ছবি নিয়ে। প্রশ্ন উঠছিল শ্রীময়ী ওরফে ইন্দ্রাণী হালদারকে (indrani halder) নিয়ে। এবার জানা গেল, তিনিও ফিরছেন বড়পর্দায়। পরিচালক মৈনাক ভৌমিকের নতুন ছবিতে ইন্দ্রাণীই রয়েছেন মুখ‍্য চরিত্রে। সঙ্গে দেখা যাবে মধুমিতা সরকারকেও।


বড়পর্দায় ইন্দ্রাণীর শেষ কাজ ‘ময়ূরাক্ষী’। এতদিন শ্রীময়ী নিয়েই ব‍্যস্ত ছিলেন তিনি। সিরিয়াল শেষ হতে অনেকটাই ঝাড়া হাত পা ইন্দ্রাণীর। মৈনাকের সঙ্গে তাঁর এটাই প্রথম কাজ। তবে ছবির নাম বা অন‍্য অভিনেতা অভিনেত্রীদের নাম কিছুই এখনো জানা যায়নি। আগামী বছরের শুরুতেই আবারো শুটিং ফ্লোরে ফিরবেন ইন্দ্রাণী।

প্রশ্ন উঠেছিল, শ্রীময়ী শেষ হলে কি জি বাংলায় ‘গোয়েন্দা গিন্নি’র দ্বিতীয় সিজন শুরু হবে? কিন্তু সংবাদ মাধ‍্যমকে ইন্দ্রাণী জানিয়েছেন, চ‍্যানেল বা প্রযোজনা সংস্থা থেকে তাঁকে এ বিষয়ে যোগাযোগ করা হয়নি। তাই আপাতত কিছুদিনের বিরতি নিয়ে বড়পর্দার কাজ শুরু করবেন ইন্দ্রাণী।

X