বাংলাহান্ট ডেস্ক: পুজো এসেই পড়েছে পড়েছে প্রায়। দুদিন পরেই ষষ্ঠী। আমজনতা থেকে তারকারা সকলেই শেষ মুহূর্তের কেনাকাটা সেরে নিচ্ছেন সময় সুযোগ বুঝে। বিভিন্ন টিভি চ্যানেলে পুজোর ফ্যাশন নিয়ে আলোচনা করতে দেখা যাচ্ছে তারকাদের। এদের মাঝে ব্যতিক্রম ইন্দ্রানী হালদার (indrani halder)। কোনো নামজাদা ব্র্যান্ড বা শপিং মল না, অভিনেত্রী পুজোর জামা কাপড় কিনলেন গড়িয়াহাটের ফুটপাথ থেকে।
হাতিবাগান, এসপ্ল্যানেড বা গড়িয়াহাট, শপিং প্রিয় বাঙালির কাছে অত্যন্ত পরিচিত জায়গা এগুলো। বিশেষত পুজোর আগে ভিড়ে ভিড়াক্কার হয়ে থাকে এসব চত্বর। সস্তায় সুন্দর জিনিস কিনতে হলে এখানে একবার ঢুঁ মারা চাইই চাই। কিন্তু ইন্দ্রানীর মতো একজন তারকা গড়িয়াহাটের ফুটপাথ থেকে জামা কাপড় কিনছেন, ব্যাপারটা অবিশ্বাস্য ঠেকারই কথা।
ইন্দ্রানী নিজেই জানিয়েছেন তাঁর গড়িয়াহাট প্রেমের কথা। ‘শ্রীময়ী’ সিরিয়ালের শুটিং একদিন তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়াতে তিনি ঠিক করলেন গড়িয়াহাটে একবার ঘুরে আসা যাক। যেমন ভাবা তেমন কাজ। ইন্দ্রানীর কথায়, মাস্কটাই এখন মুখোশ হয়ে দাঁড়িয়েছে। মাস্কে মুখ ঢাকলে কাউকে সহজে চেনার উপায় থাকে না। ইন্দ্রানীও ভেবেছিলেন সহজে ধরা পড়বে না।
কিন্তু তাঁর ভাবনা ভুল ছিল। গড়িয়াহাটের ফুটপাথে দোকান দেখতে দেখতে হাঁটছেন। এদিকে ইতিমধ্যেই তাঁকে দেখে চিনে ফেলেছেন কয়েকজন দোকানদার। সঙ্গে সঙ্গে ডাক শুরু ‘দিদি দিদি’। সকলেরই আবদার, তাদের কাছেই সেরা জিনিসটা পাওয়া যাবে। একবার অন্তত নিয়ে দেখুন।
পাঁচজনের মাঝে পড়ে ইন্দ্রানীর তখন হতভম্ব অবস্থা। শেষে উপায়ান্তর না পেয়ে পাঁচজনের কাছ থেকেই পাঁচটি শাড়ি নিয়ে নেন অভিনেত্রী। ব্যস, তাঁর পুজোর শপিং সম্পূর্ণ। ইন্দ্রানী জানান, সবসময় ব্র্যান্ডেড জামা কাপড় পছন্দ হয় না তাঁর। সস্তার মধ্যে ভাল মানের জিনিস পেতে গড়িয়াহাটের ফুটপাথই তাঁর পছন্দ। পুজোতে নতুন কেনা শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করবেন বলেও বিক্রেতাদের কথা দিয়েছেন ইন্দ্রানী।