বাংলাহান্ট ডেস্ক : জি বাংলার বিখ্যাত দিদি নম্বর ওয়ান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই এপিসোড ইতিমধ্যে সম্প্রচারিতও হয়ে গেছে। তবে এখনো সেই রেশ যেন কাটছে না। মুখ্যমন্ত্রী এই প্রথম উপস্থিত হয়েছিলেন কোনও রিয়েলিটি শো-এর মঞ্চে।
এই অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেক কথা জানতে পেরেছেন।নিজের ছেলেবেলার কথা, বাবার কথা, স্বাস্থ্য সম্পর্কিত অনেক কিছুই মুখ্যমন্ত্রী ভাগ করে নেন দিদি নম্বর ওয়ানের মঞ্চে। দিদি নম্বর ওয়ানে মুখ্যমন্ত্রী কবিতা পাঠ করেন। এছাড়াও তাঁকে গান গাইতে ও নাচতেও দেখা গেছে।
আরোও পড়ুন : ভোটের আগেই লক্ষীলাভ! DA নয়, এবার এই কর্মীদের বেতন বাড়াল মমতার সরকার
এছাড়াও মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছিলেন, মোবাইল ছাড়া তিনি এক মুহূর্ত থাকতে পারেন না। সব সময় চলে এসএমএস। হাঁটতে হাঁটতেও তিনি নাকি টাইপ করেন। এরফলে অনেক সময় হোঁচটও খান তিনি।তবে শিল্পী ইন্দ্রনীল সেন সবার সামনে ফাঁস করলেন মমতার গান তৈরি করার রহস্য। ইন্দ্রনীল, রূপঙ্কর, অদিতি মুন্সিরা এই এপিসোডে দর্শক আসনে ছিলেন।
আরোও পড়ুন : রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে বড় ঘোষণা! ৪ নয়, বাড়ছে ৫% মহার্ঘ্য ভাতা; ভোটের আগেই নয়া চমক
হঠাৎ সেখান থেকে ইন্দ্রনীল সেন বলে ওঠেন, ‘দিদি তোমার অনুমতি নিয়ে একটা ছোট্ট বিষয় ভাগ করতে চাই আজ সকলের সঙ্গে। আমাদের দিদি পৃথিবীর একমাত্র মোবাইল কম্পোজার। উনি গাড়িতে চেপে কয়েক কিলোমিটার যাওয়ার পথে গান লেখেন। সুরও করেন।’ ইন্দ্রনীলের মুখে এমন কথা শুনে মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ সব ফাঁস করে দিচ্ছ। আমিও কিন্তু সব বলে দেব।’
তারপর ইন্দ্রনীল বলেন, ‘কোনও একটা সভায় যাওয়ার জন্য হয়তো মাইলের পর মাইল পথ পেরোতে হচ্ছে। তো সেইসময় তিনি গাড়িতে বসেই এমন সুন্দর গানে সুর তৈরি করে ফেললেন।’ যদিও ইন্দ্রনীল সেনের কথার সূত্র ধরে রচনা বলেন, ‘না না আমাদের এগুলো জানা দরকার। সবাইকে সমৃদ্ধ করবে এই তথ্য।’