মুম্বই থেকে আসছে নতুন ফেলুদা, সন্দীপ রায়ের ‘হত‍্যাপুরী’তে প্রদোষ মিত্তির হচ্ছেন এই অভিনেতা!

বাংলাহান্ট ডেস্ক: ফেলুদা (Feluda) ফিরছে বড়পর্দায়। পুরীর পটভূমিকায় লেখা সত‍্যজিৎ রায়ের ‘হত‍্যাপুরী’ গল্পটিকেই ছবিতে রূপ দিতে চলেছেন পরিচালক সন্দীপ রায়। এ খবর পাওয়া গিয়েছিল অনেক আগেই। যেটা জানা যায়নি সেটা হল, ছবিতে ফেলুদা কে হচ্ছেন। অনেক জল্পনা কল্পনার পর খবর মিলেছে, এক নতুন ফেলুদাকে এবার উপহার দিতে চলেছেন সন্দীপ রায়।

ফেলুদার সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে। এখনো অনেকের কাছেই প্রদোষ মিত্তির মানেই হয় সৌমিত্র চট্টোপাধ‍্যায় নয়তো সব‍্যসাচী চক্রবর্তী। পরবর্তীকালে একাধিক অভিনেতা ফেলুদা হয়ে ওঠার চেষ্টা করেছেন। কয়েকজন সফল হয়েছেন। আবার কাউকে প্রথমেই বাতিল করে দিয়েছে দর্শক।

IMG 20220422 124133
সন্দীপ রায়ের ছবিতে ফেলুদা চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে অনেক দিন ধরেই কানাঘুঁষো চলছে। অনির্বাণ ভট্টাচার্য, টোটা রায়চৌধুরী সবাইকে টপকে এবার উঠে এসেছে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের (Indranil Sengupta) নাম। টেলিপাড়ার অন্দরের খবর বলছে, ইন্দ্রনীলই নতুন ফেলুদা।

আগেই শোনা গিয়েছিল, নতুন ফেলুদার জন‍্য নাকি ইতিমধ‍্যেই ইন্দ্রনীলের অডিশন নিয়েছেন সন্দীপ রায়। উচ্চতা ও শারীরিক বৈশিষ্ট‍্যের দিক দিয়ে প্রদোষ মিত্রের সঙ্গে বেশ অনেকটাই মিল রয়েছে ইন্দ্রনীলের। সেই মতো ফেলুদা হয়ে ওঠার জন‍্য নাকি তোড়জোড় শুরু করে দিয়েছেন ইন্দ্রনীল। যদিও এই গুঞ্জন নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি পরিচালক সন্দীপ রায় কিংবা ছবি নির্মাতারা।

https://www.instagram.com/p/CaeUPj_h-C8/?igshid=YmMyMTA2M2Y=

উল্লেখ‍্য, এই ছবিতে ফেলুদা ও তোপসের সঙ্গে দেখা মিলবে জটায়ু ওরফে লালমোহন বাবুরও। তবে তোপসে, লালমোহন বাবুর চরিত্রে কাদের দেখা যাবে সে বিষয়ে এখনো কোনো ঘোষনাই করা হয়নি।

MV5BZTRiM2FjMDYtYWY0MS00YmViLWFjZmItZTM4OWUzZGIwMTZkXkEyXkFqcGdeQXVyNDUzOTQ5MjY@. V1
প্রসঙ্গত, ‘হত‍্যাপুরী’ গল্পের প্রেক্ষাপট পুরী। ভ্রমণের উদ্দেশে গিয়ে রহস‍্যের জালে জড়িয়ে পড়ে থ্রি মাস্কেটিয়ার্স। প্রাচীন পুঁথিকে কেন্দ্র করে ঘটতে থাকে একটার পর একটা হত‍্যাকাণ্ড। সেই রহস‍্যেরই সমাধান করবে ফেলুদা। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএফ।

Niranjana Nag

সম্পর্কিত খবর