বাংলাহান্ট ডেস্ক : বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আধুনিকতার ছোঁয়া লেগেছে আমাদের দৈনন্দিন জীবনে। একটা সময় রান্না করার জন্য আমাদের ভরসা ছিল কাঠ কয়লা। কিন্তু কাঠ কয়লা দিয়ে রান্না করা যেমন কষ্টের ব্যাপার, তেমনই পরিবেশের পক্ষে এটি ক্ষতিকর। তাই ধীরে ধীরে আমরা ভরসা রেখেছি প্রাকৃতিক গ্যাসের উপর।
গ্যাসের (Cylinder) দাম বৃদ্ধি পেতে পেতে এমন জায়গায় পৌঁছেছে যে সাধারণ গ্যাস সিলিন্ডারের দাম দেশের কিছু জায়গায় ১৩০০ টাকা ছুঁয়েছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির পক্ষে এই দাম দিয়ে গ্যাস কেনা অত্যন্ত কষ্টের হচ্ছে। এমন অবস্থায় বেশকিছু ডিভাইস রয়েছে যেগুলি আপনার পক্ষে লাভদায়ক হতে পারে।
এই ডিভাইসগুলো ব্যবহার করলে প্রয়োজন হবে না রান্নার গ্যাসের। রান্নার গ্যাসের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে ইন্ডাকশন কুক টপ (Induction Cooktops)। এই কুক টপ ইলেকট্রিকে চললেও, এর ইলেকট্রিক কনজিউম খুব কম। অন্যদিকে এই ডিভাইস দিয়ে রান্না করলে সময়ও বাঁচে। সস্তায় অনলাইন মাধ্যমে আপনারা এই ইন্ডাকশন কুক টপ কিনতে পারেন।
Prestige Atlas Neo Induction Cooktop এর দাম ২৯৯৫ টাকা। কিন্তু বিশেষ অফারে আপনারা এই যন্ত্রটি ১৫৯৯ টাকাতেও কিনতে পারবেন। ১২০০ ওয়াটের এই কুক টপে এক বছরের ওয়ারেন্টি থাকে।
KENT 16058 Induction Cooktop টিও বেশ সস্তার। এটির সর্বাধিক মূল্য ৩১০০ টাকা হলেও অফারে আপনারা ১৬৯৯ টাকাতেও কিনতে পারবেন। ১৫০০ ওয়াটের এই কুক টপে থাকে এক বছরের ওয়ারেন্টি।
Pegeon Acer Plus Induction Cooktop ৩৫১৫ টাকা হলেও এটি বিভিন্ন অনলাইন মাধ্যমে ১৮৯৯ টাকায় পাওয়া যায়। এই কুক টপটি ১৮০০ ওয়াটের।
USHA IC 3616 Induction Cooktop একটু দামি হলেও এর কার্যক্ষমতা বেশ প্রশংসনীয়। বিভিন্ন সময় অফারে এই কুক টপটি আপনারা ২১৯৯ টাকাতেও পেয়ে যাবেন। ঊষা কোম্পানির এই কুক টপ ১৬০০ ওয়াটের। এছাড়া এক বছরের ওয়ারেন্টি থাকে এতে।