বাংলা হান্ট ডেস্কঃ পুরসভা থেকে খানিকটা দূরে রয়েছে ভাগাড়। প্রতিদিনই অসংখ্য জঞ্জাল ফেলা হয় সেখানে। তবে এদিন ভাগাড়ের সামনে যেতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুরসভার সাফাই কর্মীদের। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার উলুবেড়িয়া (Uluberia) পুরসভার নিকট। এদিন সকালে ভাগাড়টি থেকে উদ্ধার করা হয়েছে ১৭ টি ভ্রূণ। সূত্রের খবর, এদিন সকালে সাফাই কর্মীরা জঞ্জাল পরিষ্কার করার জন্য ভাগাড়ে যেতেই চমকে ওঠেন। একাধিক ভ্রূণ পড়ে থাকতে দেখে উচ্চ আধিকারিকদের খবর দেন তারা। ঘটনাটি জানাজানি হওয়ার পর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
ঘটনার কেন্দ্রস্থল উলুবেড়িয়া পুরসভার ৩১ নম্বর ওয়ার্ড এলাকা। বাণীতলার খাঁ পাড়া সংলগ্ন ভাগাড় থেকে ভ্রূণ উদ্ধারের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। এক্ষেত্রে এলাকা সংলগ্ন বেসরকারি হাসপাতালগুলি থেকে এই অপকর্ম ঘটানো হয়েছে বলে অনুমান স্থানীয়দের। তবে উলুবেড়িয়া এলাকার মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে বেসরকারি হাসপাতালে সংখ্যা প্রায় ৩০ টি। ফলে কোথা থেকে এহেন দুষ্কর্ম ঘটানো হয়েছে, তা খুঁজে বার করা বেশ মুশকিল বলেই মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই ভ্রূণগুলি উলুবেরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্রের খবর, এক্ষেত্রে ১০ টি ভ্রূণ কন্যার এবং ছয়টি ছেলের। গোটা ঘটনা প্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মণ্ডল বলেন, “এলাকায় একাধিক বেসরকারি হাসপাতাল রয়েছে। এক্ষেত্রে তাদের কারোর পক্ষ থেকে এটি করা হয়েছে কিনা, তা তদন্ত করে দেখা উচিত। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। দোষীরা শাস্তি পাবে।”
অপরদিকে, উলুবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান বলেন, “এখানকার বেসরকারি হাসপাতালগুলির মধ্যে কে এই অপকর্ম করেছে, পুলিশ সেই তদন্ত করছে। এর পাশাপাশি ইতিমধ্যে আমরা কমিটি তৈরি করেছি। এই ঘটনায় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষগুলিকে তলবও করা হয়েছে। এটি ঘৃণ্য কাজ এবং যে বা যারা এর পিছনে রয়েছে, তাদের উপযুক্ত শাস্তি হবে।”