টিকাকরণের উপর বাংলার জঙ্গল রাজের প্রভাব পড়তে দেওয়া যাবে না! বড় বয়ান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ জাল ভ্যাকসিনেশন কান্ডে এবার বাংলাকে (west bengal) একহাত নিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (harsh vardhan)। ইতিমধ্যেই জাল টিকা-কাণ্ডে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি দিয়ে রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।

ভুয়ো টিকাকরণের ক্যাম্প ইস্যুতে গত ২৬ শে জুন কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি দিল্লী গিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের সঙ্গে দেখাও করেন তিনি। আবার শুক্রবার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও হর্ষ বর্ধনের সঙ্গে দেখা করে বাংলায় টিকাকরণে নানা অনিয়ম নিয়ে অভিযোগ জানান।

বাংলার এই ভুয়ো টিকাকরণ ইস্যুতে তোপ দেগে একটি ট্যুইট করেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। ট্যুইটে তিনি লেখেন, ‘শুভেন্দু অধিকারী গত সপ্তাহেই দিল্লী এসে কলকাতায় ঠিকাকরণে বড়সড় অনিয়মের অভিযোগ করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, পশ্চিমবঙ্গে যে বিকল্প ডিজিটাল প্ল্যাটফর্মে টিকাকরণ করা হচ্ছে, তা ভারত সরকারের অনুমোদিত নয়। এরপরই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। টিকাকরণকে রাজনীতির বাইরে রাখার অনুরোধ জানাচ্ছি সকল রাজ্য নেতৃত্বকে’।

রাজ্যের বিরুদ্ধে তোপ দাগলেও, মুখ্যমন্ত্রীর নাম না করেই তিনি বলেন, ‘একটা মানুষের মাত্রাতিরিক্ত অহং-কে তৃপ্ত করাটা উদ্বেগের বিষয়, এটা কখনই নাগরিক কল্যাণের চেয়ে অগ্রাধিকার পেতে পারে না। আর এই কাজ হলে টিকাকরণ নিয়ে মানুষের মনে অবিশ্বাস জন্মাবে। আর সেইসঙ্গে টিকা সংক্রান্ত বিষয়ের তথ্য যাচাই করার ক্ষেত্রেও নানারকম সমস্যা দেখা দেবে। কিছুতেই টিকাকরণের উপর বাংলার জঙ্গল রাজের প্রভাব পড়তে দেওয়া যাবে না’।

সম্পর্কিত খবর

X