বাংলা হান্ট ডেস্ক: সনাতন ধর্ম এখন শুধু ভারতবর্ষেই সীমিত নয়। বরং, ভারতবর্ষের সনাতনী সংস্কৃতিকে বিশ্বের দরবারে প্রথমে নিয়ে আসার কাণ্ডারী ছিলেন স্বামী বিবেকানন্দ এবং আচার্য প্রভুপাদ। তাঁদের মাধ্যমে এই ধর্মের বিস্তার ঘটে। শুধু তাই নয়, তাঁদের প্রচারের প্রভাব এতটাই ছিল যে সেই প্রচারের ফলাফল স্বরূপ আজ হিন্দু সংগঠনের দ্বারা প্রায় কুড়ি লক্ষেরও অধিক হিন্দু মন্দির গোটা বিশ্বে অবস্থিত রয়েছে। তার মধ্যে অন্যতম হল ক্যালিফোর্নিয়ার মালিবু হিন্দু মন্দির (Malibu Hindu Temple)।
ক্যালিফোর্নিয়ার মালিবু হিন্দু মন্দির (Malibu Hindu Temple):
১৯৪১ সালে ভাসান শ্রীনিবাসন নামের একজন ভারতীয় ক্যালিফোর্নিয়ার মালিবুর কাছে ক্যালাবাসাস শহরের সান্তা মনিকা পর্বতমালায় মালিবু হিন্দু মন্দিরটি (Malibu Hindu Temple) নির্মাণ করেন। এই মন্দিরটিতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী সহ অন্যান্য দেবদেবীরা পূজিত হন।
ভারতীয় এবং প্রবাসী ভারতীয়দের পাশাপাশি বিপুলসংখ্যক বিদেশিকে আকৃষ্ট করেছে এই মন্দিরের (Malibu Hindu Temple) কারুকার্য। মন্দিরটির কারুকার্য দেখে বোঝা মুশকিল যে মন্দিরটি ভারতের বাইরে অবস্থিত।
আরও পড়ুন: ফের পরাজয়! মুম্বাইয়ের বিরুদ্ধে হেরে গিয়ে IPL-এর নিয়ম নিয়ে প্রশ্ন তুললেন KKR-এর এই খেলোয়াড়
শান্তির খোঁজে আমেরিকার বিখ্যাত পপ গায়িকা ব্রিটনি জিন স্পিয়ার্স থেকে শুরু করে ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সহ একাধিক বিখ্যাত ব্যক্তিত্বদের এই মালিবু হিন্দু মন্দিরে (Malibu Hindu Temple) প্রায় আসতে দেখা যায়।
আরও পড়ুন: টাটা গ্রুপের এই কোম্পানির শেয়ার তুলছে ঝড়! মাত্র ৫ বছরেই ১ লক্ষ টাকা বেড়ে হয়েছে ৩৭ লক্ষ
USA-র স্থানীয় ভারতীয় হিন্দুদের এক করার কাণ্ডারী এই মালিবু হিন্দু মন্দিরটি (Malibu Hindu Temple)। এর পাশাপাশি বিদেশিদের কাছে ভারতীয় সংস্কৃতিকে পরিচিত করারও অন্যতম মূল উৎস হয়ে উঠেছে এই মন্দির। বর্তমান সময় এই মন্দিরটি আমেরিকার হিন্দু কমিউনিটির অন্তর্গত।
এই প্রতিবেদনটি লিখেছেন: অয়ন চ্যাটার্জি।