বাংলা হান্ট ডেস্কঃ রাস্তাঘাটে হাঁচি দিয়ে করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার উস্কানি দেওয়ার জন্য ইফোসিস (Infosys) এক কর্মচারীকে বরখাস্ত করে দিয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, মুজিব মোহম্মদ (Mujeeb Mohammad) নামের ওই ইনফোসিস (Infosys) কর্মচারী রাস্তা ঘাটে বেরিয়ে করোনা ছড়িয়ে দেওয়ার জন্য উস্কানি দিয়েছিল।
https://twitter.com/RitaG74/status/1243098679646605312
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইনফোসিসের সফটওয়্যার ইঞ্জিনিয়ার মুজিব মোহম্মদ ফেসবুকে একটি পোস্ট করে লিখেছিলেন, ‘আসুন সবাই মিলে রাস্তায় বেরিয়ে হাঁচি দিয়ে ভাইরাস ছড়িয়ে দিই।” মুজিবের এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, আর সবাই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি করেন। এরপর ইনফোসিস তাঁকে কাজ থেকে বরখাস্ত করে এবং পুলিশ ওকে গ্রেফতারও করে।
ব্যাঙ্গালুরুর সংযুক্ত পুলিশ কমিশনার সন্দীপ পাতিল একটি বয়ানে বলেন, ‘যেই ব্যাক্তি প্রকাশ্যে হাঁচি দিয়ে ভাইরাস ছড়ানোর জন্য মানুষকে উস্কাচ্ছিল, তাঁকে গ্রেফতার করা হয়েছে। সে একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করে।
We are deeply concerned with an inappropriate post being attributed to an Infosys employee. We strongly reaffirm our commitment to responsible social-sharing. Our preliminary enquiry, and discussions with our employee suggest that this could be a case of a mistaken identity.
— Infosys (@Infosys) March 26, 2020
এরই মধ্যে আইটি কোম্পানি ইনফোসিস জানিয়েছে যে, করোনা ভাইরাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিজনক পোস্ট করার জন্য তাঁরা তাঁদের কর্মচারীকে বরখাস্ত করে দিয়েছে। ইনফোসিস নিজের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে জানিয়েছে যে, তাঁদের ওই কর্মচারী দ্বারা সোশ্যাল মিডিয়ায় এমন আপত্তিজনক পোস্ট নিয়মকে লঙ্ঘন করে।
ইনফোসিস ট্যুইট করে জানায় যে, কর্মচারী দ্বারা সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট নিয়ে তাঁদের তদন্ত শেষ হয়েছে। আর এরপর তাঁরা ওই কর্মীর বিরুদ্ধে অ্যাকশন নিয়ে তাঁকে বরখাস্ত করেছে।