বাংলা হান্ট ডেস্ক: বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠতে পারেনি পাকিস্থান।সেই ব্যর্থতায় হতাশ হয়ে পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচক কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হক।বিশ্বকাপ পর্বর্তী সময়ে নতুন নির্বাচক কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।৩০ জুলাই ৩ বছরের মেয়াদ শেষ হচ্ছে ইনজামামের।এই মেয়াদ চলাকালীন ২০১৭ তে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন স ট্রফি জিতেছিল পাকিস্থান। চুক্তি র নবীকরণ আর করছে না। ২০১৮ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের এক নম্বর দলে পরিণত হয়েছিল পাকিস্থান। ২০১৯ সালে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় পাকিস্তান। সেই ব্যর্থতায় সহ্য করতে না পেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ইনজামাম।