রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, আহত এক, অভিযোগের তির তৃণমূলের দিকে

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে বিধানসভা উপনির্বাচনের আগে শনিবার রাতের অন্ধকারে বর্গার বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হামলায় আহত হয়েছেন ওই বিজেপি কর্মী, বর্তমানে তিনি গুরুতর জখম অবস্থায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।1565110262 TMC vs BJP

বারাসাত জেলা বিজেপি সংগঠনের তরফে জানা গিয়েছে, শনিবার রাতে বনগা পুরসভার মতিগঞ্জ খাসপাড়া এলাকায় বিজেপি কর্মী প্রলয় মণ্ডলের বাড়িতে পুরসভার পুরপ্রধান শঙ্কর আঢ্যের নেতৃতে অস্ত্র নিয়ে হামলা চালায় এক দল তৃণমূল সমর্থক। এমনকি বিজেপি কর্মী প্রলয় মণ্ডলকে ব্যাপক মারধর করার পাশাপাশি অস্ত্র দিয়ে আঘাত করা হয় যার জেরে গুরুতর জখম হন তিনি, এমনকি প্রলয় মণ্ডলের বাড়িতে থাকা শিশু ও মহিলাদের ওপর হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ।

প্রায় ঘণ্টা দুয়েক ধরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। পুরো বিষয়টি পুলিশকে জানালে পুলিশ কোনও সদর্থক ভূমিকা নেয়নি, এর পর রবিবার সকালে ওই তৃণমূল কর্মীদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন এক আক্রান্ত মহিলা বিজেপি নেত্রী। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বনগাঁ পুরসভার পুরপ্রধান শঙ্কর আঢ্য।

তিনি সেই রাতে কালীপুজো উপলক্ষে ওই এলাকায় গিয়েছিলেন এবং বিবাদ শুনেছিলেন তবে এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে পুলিশ তদন্ত করলে সঠিক সত্যতা বেরিয়ে আসবে, জানান শঙ্কর আঢ্য।


সম্পর্কিত খবর