জখম অবস্থাতেও চললো পারফরম্যান্স, চিয়ারলিডার প্রশংসা পেলেও কলংকৃত হলো IPL  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএলে (Indian Premier League) চিয়ারলিডারদের পারফরম্যান্স অনেকেই উপভোগ করে থাকেন। এটি যে একটি বিনোদনমূলক টুর্নামেন্ট, সেটা প্রমাণ করে তাদের উপস্থিতি। যখন আইপিএলের শুরুর দিকে এই কনসেপ্ট এসেছিলো, তখন অনেকেরই চোখ কপালে উঠেছিল। কিন্তু সময়ের সাথে সাথে ব্যাপারটি দর্শকদের কাছে এখন সহজ হয়ে গিয়েছে। কিন্তু গুজরাট টাইটান্স (Gujrat Titans) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (SRH) ম্যাচে চিয়ারলিডার্স সংক্রান্ত একটি ঘটনা ঘটেছে যা সকলকে অবাক করেছে।

ওই ম্যাচ চলাকালীন দেখা যায় এক চিয়ারলিডারকে যার ডান হাতটা ঝোলানো ছিল স্লিংয়ে। কিন্তু ওই অবস্থাতেই কালকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তিনি সানরাইজার্সের বিশেষ মুহূর্তগুলিতে জখম হাত নিয়েই নিজের পারফরম্যান্স করে গিয়েছিলেন।

   

এই আহত চিয়ারলিডারের ব্যাপারটা অনেকেরই মেনে নিতে অসুবিধা হচ্ছে। এই ঘটনাটিকে অনেকেই লজ্জাজনক বলে আখ্যা দিচ্ছেন। আইপিএল কর্তৃপক্ষের মানবিকতা নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছেন অনেকে। জখম হওয়া সত্ত্বেও কেন একজনকে এমন ভাবে পারফরম্যান্স করাতে হবে তা নিয়ে বিস্ময় প্রকাশ করছেন অনেকেই। অনেকেই প্রশ্ন তুলছেন যে বিকল্প কোনও ব্যবস্থা কি ভাবা যেতো না।

কাল এই ঘটনাটি ঘটেছিল গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ দলের মধ্যে ম্যাচ চলাকালীন। এই ম্যাচে গুজরাট বেশ সহজেই হায়দরাবাদকে হারিয়ে জয় পেয়েছে। চলতি আইপিএলে প্রথম দল হিসেবে তারা প্লে-অফের যোগ্যতা অর্জন করে ফেলেছে।

গতকাল ব্যাট হাতে অসাধারণ শতরান করেছিলেন শুভমান গিল। ওইটি ছিল তার আইপিএল কেরিয়ারের প্রথম শতরান। তবে তার শতরানের পাশাপাশি এই চিয়ারলিডারের দায়বদ্ধতাও প্রশংসা পাচ্ছে সকলের।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর