রক্ষক হয়ে গেল ভক্ষক, এমনই তথ্য পেশ করলেন রক্তাক্ত এমপি অর্জুন সিং

 

বাপ্পাই দত্ত:- রবিবার সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নেয় প্রথমে শ্যামনগর পরে কাঁকিনাড়া , এই রণক্ষেত্রের মূল কারণ হল বিজেপির পার্টি অফিসের সামনে ফেস্টুন ,পতাকা লাগানো ছিল রাস্তা জুড়ে কিন্তু তৃণমূলের কর্মীরা এসে বিজেপি পতাকা, ফ্লেক্স, ফেস্টুন ছিঁড়ে দেয় এবং মমতার ছবি মমতা ব্যানার্জির ছবি ও টিএমসি র পতাকা লাগায় অবশেষে কার্যত বিজেপি কর্মীরা বিষয়টা দেখে স্বাভাবিকভাবে সহ্য করতে না পেরে বেজায় চটে যায় অতঃপর বিক্ষিপ্ত ভাবে ইট বৃষ্টি হতে থাকেএবং দুই দলের মধ্যে হাতাহাতি সংঘর্ষ লেগে যায় এবং ধুন্ধুমারকাণ্ড সৃষ্টি হয় এলাকা জুড়ে।

 

এমন অবস্থায় চাঞ্চল্যকর পরিবেশ দেখতে আসেন বিজেপি এমপি অর্জুন সিংহ অন্য দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ কমিশনার নেতৃত্বে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী, দুই দলের ইট বৃষ্টিতে আহত হন পুলিশ কমিশনার ,ঘটনার তির্যক রূপ দেখে পুলিশ সরাসরি লাঠি লাঠিচার্জ শুরু করে।

IMG 20190901 164922

পুলিশের লাঠিচার্জে নিয়ন্ত্রণ না থাকায় বেহিসাবি ভাবে আক্রান্ত হন বিজেপি এমপি অর্জুন সিংহ ও গুরুতর তার মাথায় চোট লাগে এবং হাসপাতালে তিনি ভর্তি হন, সংবাদমাধ্যমে তিনি পেশ করেন যে পুলিশ কমিশনে তার মাথায় আঘাত করেছে বর্তমান পরিস্থিতি এলাকা সুনসান হলেও রাজনৈতিক মহলে জোর কদমে জল্পনা চলছে এই বিষয়কে কেন্দ্র করে,

Piyali

সম্পর্কিত খবর