বড় ঝটকা খেল টিম ইন্ডিয়া, আহত হলেন দুই খেলোয়াড়! পঞ্চম টেস্টে হবে চরম সমস্যা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ইংল্যান্ডের মাটিতে একদিকে বিরাট এবং রুটদের লড়াই যত কঠিন হয়ে উঠছে, তখনই অন্যদিকে একের পর এক দুঃসংবাদ আসছে ভারতীয় শিবিরের জন্য। একদিকে যেমন প্রধান কোচ রবি শাস্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন, বেশ কিছু সাপোর্ট স্টাফ রয়েছেন আইসোলেশনে তখনই অন্যদিকে এবার বড় দুঃসংবাদ এল রোহিত শর্মা এবং পুজারাকে নিয়ে। শর্মার দুর্দান্ত সেঞ্চুরি এবং পুজারার গুরুত্বপূর্ণ অর্ধশত রানের দৌলতেই দ্বিতীয় ইনিংসে বড় স্কোর খাড়া করেছিল ভারতীয় দল।

কিন্তু ভারতীয় দলের এই দুই তারকা এখন চোট আঘাতে জর্জরিত। দ্বিতীয় ইনিংসে ১২৭ রানের ইনিংস খেলাকালীনই হাঁটুতে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। যার জেরে চতুর্থ দিন একেবারেই ফিল্ডিং করতে দেখা যায়নি তাকে, অন্যদিকে ব্যাটিং করার সময় গোড়ালিতে চোট পান চেতেশ্বর পুজারাও। যার জেরে ব্যাটিংয়ের সময়ই ব্যান্ডেজ বেঁধে খেলছিলেন তিনি। তাকেও চতুর্থদিন ফিল্ডিং করতে দেখা যায়নি। বিসিসিআই সূত্রে জানানো হয়েছে রোহিত এবং পুজারার যন্ত্রণা এখনও রয়েছে। দলের মেডিকেল টিম তাদের দিকে তৎপর নজর রাখছেন।

জানিয়ে রাখি ভারত ৪৬৬ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস শেষ করায় ইংল্যান্ডের সামনে টার্গেট ছিল ৩৬৮ রানের। কিন্তু চতুর্থ দিন শেষ হতে হতে ইতিমধ্যেই বিনা উইকেটে ৭৭ রান সংগ্রহ করে ফেলেছে ইংল্যান্ড। একদিকে যেমন ৩১ রানে নট আউট হয়েছেন ররি বার্ন্স, তেমনই অপর প্রান্তে আক্রমনাত্মক ৪৩ রানের ইনিংস খেলে অপরাজিত রয়েছেন হামিদ। সবমিলিয়ে জয়ের জন্য এখন তাদের লক্ষ্য ২৯১ রান। অন্যদিকে ভারতের চাই দশটি উইকেট।

সেই কারণেই রোহিতের চোট আরও গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ রোহিত একজন পার্ট টাইম অফ স্পিনার, সেক্ষেত্রে প্রয়োজনে হয়তো রুটের মতই বিরাটও ব্যবহার করতেন তাকে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামী টেস্টের জন্য ফিট হতে পারবেন কিনা এই দুই তারকা। কার্যত ভারতীয় দলের ব্যাটিংয়ের পাঁজর রোহিত অন্যদিকে মিডল অর্ডারের মেরুদন্ড পুজারা। আর তাই এই দুই তারকা ব্যাটসম্যান না থাকলে ম্যানচেস্টারে দল যে বড় সমস্যায় পড়বে তা বলাই বাহুল্য।

 

সম্পর্কিত খবর

X