বিদ্যাসাগর ও বিবেকানন্দের ছবিতে লাগানো হল কালি, উত্তেজনা গোটা এলাকায়

বাংলাহান্ট ডেস্কঃ করোনা মহামারির কারণে বেশ কিছু মাস ধরে বন্ধ রয়েছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কাদড়া গ্রামের অতুলকৃষ্ণ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়। তবে মাঝে মধ্যে বিদ্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ কাজ এবং মিড ডে মিলের সামগ্রী সকলের মধ্যে বন্টন করা ছাড়া এর মধ্যে আর খোলা হয়নি বিদ্যালয়। কিন্তু বিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত কাজের জন্য সেখানে গিয়েই চক্ষু চড়কগাছ হয়ে যায় বিদ্যালয় কর্তৃপক্ষের।

অন্যান্য অনেক বিদ্যালয়ের দেওয়ালে যেমন অনেক সময় অনেক মনীষীর ছবি আঁকা দেখা যায়, এই বিদ্যালয়ের পাঁচিলেও তেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, সুকান্ত ভট্টাচার্য-সহ বেশ কয়েকজন মনীষীর ছবি আঁকা রয়েছে। বিদ্যালয়ের চারিপাশে পাঁচিল বেশ উঁচু করেই দেওয়া রয়েছে। কিন্তু শুক্রবার বিদ্যালয়ে গিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ দেখেন, বিদ্যালয়ের পাঁচিলের গায়ে আঁকা মনীষীদের ছবিতে কালি লাগিয়ে দেওয়া রয়েছে।

ghhhh

এই ঘটনা প্রসঙ্গে পেশায় প্রাথমিক শিক্ষক এবংকাদড়া গ্রামের বাসিন্দা অমরেন্দ্র হাটি জানিয়েছেন, মনীষীদের ছবিতে কালি লাগিয়ে যারা তাদের অবমাননা করেছেন, অবিলম্বে সেই সব দোষীদের শাস্তির ব্যবস্থা করা হোক। তাদের প্রতি নিন্দা জানানোরও কোন ভাষা অবশিষ্ট নেই। বিদ্যালয়ের এই ঘটনার প্রতিবাদ করেছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অচিন্ত্য চক্রবর্তীও।

অতুলকৃষ্ণ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা চুয়া চন্দ্র জানিয়েছেন, সেই মার্চ মাস থেকে বন্ধ রয়েছে বিদ্যালয়। তবে মাঝে মধ্যে বিদ্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ কাজ এবং মিড ডে মিলের সামগ্রী সকলের মধ্যে বন্টন করা ছাড়া এর মধ্যে বিদ্যালয় বন্ধই ছিল। তবে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভর্তির কারণে বৃহস্পতিবার থেকে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয় খোলা থাকার কথা রয়েছে। সেই ভর্তির কাজেই এখানে এসে আমরা দেখি দেওয়ালে আঁকা মনীষীদের ছবিতে কালো কালি লাগানো রয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর