মহালয়ার সন্ধিক্ষণে শান বিরোধী জোটে! হরিয়ানার জনসভায় ডাক মমতার দলকে, কি করবে তৃণমূল?

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচন আসন্ন আর সেই উপলক্ষ্যেই দেশের প্রতিটি প্রান্তে ক্ষমতা বিস্তার করতে তৎপর কেন্দ্র এবং বিরোধীরা। একদিকে বিজেপি (BJP) তৃতীয়বারের জন্য দেশের ক্ষমতায় বসতে মরিয়া, আবার অপরদিকে কেন্দ্র থেকে বিজেপির সরকারকে উৎখাত করতে একের পর এক পরিকল্পনা নিয়ে চলেছে কংগ্রেসের (Congress) পাশাপাশি অন্যান্য আঞ্চলিক দলগুলিও। সেই সূত্রেই আগামীকাল মহালয়ার দিন হরিয়ানায় (Hariyana) এক বিশেষ জনসভার ডাক দিয়েছে আইএনএলডি (INLD) দল।

সূত্রের খবর, এই জনসভায় তৃণমূল কংগ্রেসকে ডাকার পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে জেডিইউ প্রধান নীতীশ কুমার, তেজস্বী যাদব, সীতারাম ইয়েচুরি এবং শরদ পাওয়ারদেরও। যদিও এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে বিবেক গুপ্তাকে পাঠানো হতে চলেছে বলে জানা যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে দেশের একাধিক আঞ্চলিক দলগুলিকে এক সূত্রে গেঁথে বিরোধী জোট গড়ে তুলতে মরিয়া হয়ে উঠেছে সকলেই। অতীতে এই প্রসঙ্গে বক্তব্য রাখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে। সম্প্রতি, বিহারে বিজেপির সঙ্গ ত্যাগ করে নীতীশ কুমারের ক্ষমতায় বসার পর থেকে সেই সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে উঠেছে। এর মাঝেই আগামীকাল হরিয়ানার আইএনএলডি দলের তরফ থেকে বিশেষ জনসভার দিকে ইতিমধ্যেই নজর রয়েছে দেশবাসীর।

উল্লেখ্য, এই সভায় সর্বপ্রথম সুখেন্দুশেখর রায়ের রওনা দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা বাতিল করে বিবেক গুপ্তাকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে তিনি হিন্দিভাষী নেতা হওয়ায় বিশেষ গুরুত্ব পেয়েছেন বলে মত বিশেষজ্ঞদের।

Untitled design 48

যদিও বর্তমানে আরও একটি সম্ভাবনার কথা ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে। বলে রাখা ভালো, বিরোধী দলগুলিকে আহ্বান জানালেও অতীতকাল থেকেই কংগ্রেসের সঙ্গে আইএনএলডি দলের সম্পর্ক খুব একটা ভালো নয়। এক্ষেত্রে অবশ্য বাংলাতেও কংগ্রেসের সঙ্গে সম্পর্ক এক প্রকার তলানিতে গিয়েই ঠেলেছে তৃণমূলের। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামীকাল জনসভায় হরিয়ানার বিরোধী দলের পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য আঞ্চলিক দলীয় নেতৃত্বের উপস্থিতিতে নয়া কোনো রাজনৈতিক সমীকরণ দেখা দেয় কিনা, আপাতত সেদিকে তাকিয়ে দেশবাসী।

Sayan Das

সম্পর্কিত খবর