বেটিং চক্র চালায় ব্লক সভাপতি! অভিযোগ তুলে তৃণমূলে-তৃণমূলে তুমুলে গোষ্ঠীদ্বন্দ্ব

বাংলাহান্ট ডেস্ক : গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল। মুর্শিদাবাদের ভগবানগোলার এক নম্বর ব্লকের নতুন ব্লক সভাপতি অনুগামীদের সাথে অশান্তিতে জড়ালেন বিদায়ী ব্লক সভাপতির অনুগামীরা। নতুন ব্লক সভাপতি এর বিরুদ্ধে অভিযোগ এনে রীতিমতো পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীদেরই একাংশ।

সূত্রের খবর, তৃণমূল দলের নতুন ব্লক সভাপতি হয়েছেন আহাসানুর রহমান। তার নাম ঘোষণার পরেই বেজায় ক্ষিপ্ত হয়ে যান প্রাক্তন ব্লক সভাপতি মতি হোসেন প্রামাণিক। নতুন ব্লক সভাপতির প্রতি ক্ষোভ দেখা যায় তারিফ মণ্ডল, যুব নেতা ইমরান হোসেন প্রামাণিক সহ বিভিন্ন তৃণমূল নেতার মধ্যে।

তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি মতি হোসেন প্রামাণিক এর অভিযোগ,”যাকে নতুন সভাপতি করা হয়েছে সে আই পি এল জুয়ার বেটিং এর মাষ্টার। ও জুয়া খেলার সাথে যুক্ত। সাথে সাথে প্রোমোটিং ব্যবসার সাথেও যুক্ত। উনি বিদেশি। ভগবানগোলায় অনেক বহিরাগত আছে। এখন ব্লক সভাপতিও বহিরাগত। আমরা প্রথম থেকে দল করি। উনিতো সিপিএম থেকে এসেছেন। উনি ভগবানগোলার বাসিন্দাই নয়। আমাদের দাবি ভগবানগোলার স্থানীয় কেউ ব্লক সভাপতি হোক।”

যদিও নতুন ব্লক সভাপতি নরম সুরেই বলেছেন,”যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের সকলকে আমি চিনি না। কেউ কেউ হয়তো পুরনো কোনো খারাপ কাজের সাথে যুক্ত ছিল। তারাই আমার বিরুদ্ধে ভুল অভিযোগ তুলছে। এইসব ছোটখাটো বিষয় দলকে আমি জানাবো না। সব রাগ অভিমান ভুলে একসঙ্গে কাজ করতে চাই।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর