বাংলাহান্ট ডেস্ক : আবারও গোষ্ঠী কোন্দল তৃণমূলের অন্দরে। ব্লক সভাপতির বিরুদ্ধে সরকারি আবাস প্রকল্পের টাকা থেকে কাটমানি খাওয়ার অভিযোগ এনে বড়সড় বিপাকে তৃণমূলেরই এক বুথ সভাপতি। অভিযোগ প্রত্যাহারের জন্য তাঁর উপর ক্রমাগত চাপ সৃষ্টি করার অভিযোগে এবার সরব হলেন ওই বুথ সভাপতি। অভিযোগের তীর ব্লক সভাপতি বিনয় ঘোষের দিকেই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারাই ১ নম্বর ব্লকে।
সম্প্রতি বীরভূমের রাজগ্রাম পূর্বপাড়ার তৃণমূলের বুথ সভাপতি অচিন্ত্য ঘোষ অভিযোগ আনেন যে, লাইলা বিবি নামের এক মহিলার অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা আসার পর সেই টাকা থেকে ১৮ হাজার টাকা কাটমানি পকেটস্থ করেন বিনয় ঘোষ।
তাঁর আরও দাবি, ওই কাটমানির টাকাই তিনি ফেরত দেওয়ার জন্য একাধিক নেতার কাছে অনুরোধ জানান। কিন্তু সুরাহা হওয়া তো দূর উলটে টাকা ফেরত চাইতে গিয়ে নিজেই বিপাকে জড়িয়েছেন অচিন্ত্য ঘোষ। টাকা ফেরতের দাবি তোলার পরই ওই বুথ সভাপতিকে হুমকি দিতে থাকেন ব্লক সভাপতি বিনয় ঘোষ।
এখানেই শেষ নয়, সম্প্রতি সামনে এসেছে সেই হুমকি এবং ধমক ধামকের একটি অডিও রেকর্ডিং ক্লিপও। সেই রেকর্ডটিতে বিনয় ঘোষকে বলতে শোনা যায়, ‘কেষ্টদার নির্দেশ। তোমাকে এক্ষুনি সংবাদমাধ্যমের সামনে বলতে হবে যে পুরো ব্যাপারটিই নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে।’ অডিও রেকর্ডিংটির সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট। ওই কল রেকর্ডিংটির সত্যতা স্বীকার করলেও বুথ সভাপতির অভিযোগকে মোটেই মানতে রাজি নন ব্লক সভাপতি। বিনয় ঘোষের দাবি, তাঁর বক্তব্যকে সম্পুর্ণভাবে বিকৃত করে প্রচার করা হচ্ছে। ঘটনার জেরে যে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তা বলাই বাহুল্য।