পাবেন আবহাওয়া সঠিক খবর, ফের বড় কীর্তি গড়তে চলেছে ISRO! মহাকাশে পাড়ি জমাবে দুষ্টু ছেলে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মাঝেমধ্যেই দেখা যায় আবহাওয়ার খামখেয়ালিপনা। আর তাই জেরেই নাকাল হতে হয় দেশবাসীকে। এবার আবহাওয়ার মুড সুইং বুঝতেই নয়া পদক্ষেপ নিল ভারত। একের পর এক সফল উৎক্ষেপণের পর মহাকাশে এখন পাড়ি দেবে ইসরোর ইনস্যাট থ্রিডিএস। শনিবার নয়া উপগ্রহ উৎক্ষেপণ করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে বিকেল ৫টা বেজে ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ইনস্যাট-থ্রিডিএস-কে পিঠে বসিয়ে মহাকাশের উদ্দেশে পাড়ি দেবে জিওসিঙ্ক্রোনাস লঞ্চ ভেহিকেল (GSLV)। বলা বাহুল্য, যে রকেটের পিঠে চেপে রওনা হবে এই কৃত্রিম উপগ্রহ তারও ঘনঘন ‘মুড সুইং’ হয়।

আরোও পড়ুন : ফের বিজেপি যোগের জল্পনা উস্কে দিলেন সৌরভ! এবার যা করলেন মহারাজ, শোরগোল পড়ে গেল বাংলায়

ইসরোর ‘নটি বয়’ বলেই পরিচিত সে। বাংলায় তার তর্জমা করলে মানে দাঁড়ায়, দুষ্টু ছেলে। GSLV-এর এই ডাকনাম দিয়েছেন সংস্থার (ইসরো) প্রাক্তন চেয়ারম্যান। হঠাৎ কেন এমন আজব নাম নির্বাচন করলেন প্রাক্তন চেয়ারম্যান? কারণ এই রকেটটির মতিগতি বোঝাও বেশ দুস্কর। এখনও পর্যন্ত ১৫ বার উৎক্ষেপণের কাজে ব্যবহার করা হয়েছে রকেটটি।

আরোও পড়ুন : ‘রাত দুটোয় না গেলেই সাদা শাড়ি হাতে ধরিয়ে দেবে’, সন্দেশখালি নিয়ে এবার মুখ খুললেন আতঙ্কিত প্রধান

তবে ৬টিতে ‘ডাহা ফেল’। ব্যর্থতার হার ৪০ শতাংশ। এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, INSAT-3DS স্যাটেলাইট হল তৃতীয় প্রজন্মের আবহাওয়া সংক্রান্ত উপগ্রহের একটি ফলো-আপ মিশন যা জিওস্টেশনারি কক্ষপথে স্থাপন করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এই উৎক্ষেপণের জন্য বিজ্ঞানী এবং ISROকে অভিনন্দন জানিয়েছেন।

 

জানা গিয়েছে, ১লা জানুয়ারি PSLV-C58/ExpoSat মিশনের সফল উৎক্ষেপণের পর এটি ২০২৪ সালে ISRO-এর দ্বিতীয় মিশন। স্যাটেলাইট বহনকারী রকেটের দৈর্ঘ্য ৫১.৭ মিটার। এই স্যাটেলাইটের ওজন ২,২৭৪ কেজি। কৃত্রিম উপগ্রহটি একদিকে নজর রাখবে জলবায়ুর গতিপ্রকৃতির দিকে। সেই সঙ্গে আগাম দুর্যোগের বার্তা দিতে সাগর, মহাসাগরের উপরও নজরদারি চালাবে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X