বাংলা হান্ট ডেস্ক : পুলিশের কন্ট্রোলরুম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই কন্ট্রোল রুমের ভেতরেই এবার নাচে মাতলেন ছয় পুলিশ কর্মী। তাদের সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নিত্যরত ওই ছয় পুলিশ কর্মীর মধ্যেই একজন তাদের নাচের ভিডিও আপলোড করেন সোশ্যাল মাধ্যমে। সেই ভিডিওতে দেখা যায় ওই ছয় পুলিশ কর্মী কেউই নির্দিষ্ট পুলিশী পোষাকে ছিলেন না। তারা সাধারণ পোশাকে নাচানাচি করছিলেন। মনে করা হচ্ছে এই ভিডিওটি দীপাবলির দিনের।
দেরাদুনে অবস্থিত উত্তরাখণ্ড রাজ্য পুলিশের কন্ট্রোল রুমের পুলিশ কর্মীদের মৃত্যুর ভিডিও নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গেছে উত্তরাখণ্ড রাজ্য জুড়ে। দেরাদুনের সিনিয়র সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ দালিপ সিং কুমার এই ঘটনার তদন্তের জন্য নির্দেশ জারি করেছেন। দুটি ১৫ সেকেন্ড ও একটি ৯ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মাধ্যমে।
এই ভিডিওগুলিতে দেখা যায় সালোয়ার কামিজ পরে মহিলা পুলিশ কর্মীরা কন্ট্রোল রুমের ভেতরে নাচানাচি করছেন। শুধু নাচ নয়, ভিডিওতে দেখা যাচ্ছে তারা একসাথে মিলে তৈরি করছেন রিল। সিনিয়ার সুপারিন্টেনডেন্ট দালিপ সিং কুমার জানিয়েছেন, বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে দেরাদুন পুলিশ ক্রাইম ব্রাঞ্চের সুপারিন্টেনডেন্ট বিশাখা ভাদানেকে।
পুলিশকর্মীদের এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ পুলিশকর্মীদের এই ধরনের আচরণের তীব্র নিন্দা করেছেন। আবার কেউ দীপাবলিতে নিজেদের মতো করে আনন্দ করার জন্য অভিনন্দন জানিয়েছেন পুলিশ কর্মীদের।