সুখবর! ইনস্টগ্রাম আনতে চলেছে নতুন আপডেট; তৈরি করা যাবে টিকটকের মতই ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ ২৯ শে জুন নরেন্দ্র মোদির (narendra modi) সরকার টিকটক (tiktok) সহ ৫৯ টি চীনা অ্যাপ ব্যান করবার সিদ্ধান্ত নিয়েছিলেন। যার পর থেকেই টিকটকের বিপুল জনপ্রিয়তা দখলের লড়াইয়ে নেমেছে বিশ্বের বিভিন্ন প্ল্যাটফর্মগুলি। এবার সেই তালিকায় যোগ হল ইনস্টাগ্রামও।

images 2020 07 07T161013.502

গত ২৯ জুন চীনের অ্যাপে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তথ্যপ্রযুক্তি আইনের 69 ধারা ব্যবহার করে এই অ্যাপ গুলিতে নিষিদ্ধ করা হয় এবং সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় যাতে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সুরক্ষার প্রশ্নে বিপদজনক এই চিনা অ্যাপগুলি। লাদাখ সীমান্তে ভারত-চীন উত্তেজনার মাঝে ভারত সরকারের এই সিদ্ধান্ত চীনের কাছে কড়া বার্তা পৌঁছে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞমহল।

জানা যাচ্ছে, খুব শীঘ্রই ভারতে আসতে পারে ইনস্টাগ্রাম রিল। ফেসবুক জানিয়েছে খুব শীঘ্রই টিকটকের ক্লোন লাসো কে বন্ধ করে ভারতে ইনস্টাগ্রামের এই নতুন আপডেটটির টেস্টিং শুরু হবে। ইতিমধ্যে ব্রাজিল, ফ্রান্স ও জার্মানিতে এই নতুন আপডেট চালু হলেও তাতে বেশ কিছু সমস্যার কথা জানিয়েছেন গ্রাহকেরা। সেই সমস্যাগুলির সমাধান করেই ভারতে টেস্টিং চালু করা হবে।

প্রসঙ্গত, টিকটকের জনপ্রিয়তা মূলত ভাগ হয়ে যাচ্ছে চিঙ্গারি ও রোপোসোর মধ্যে। রোপোসোর তরফ থেকে জানানো হয়েছে, ১ দিনেই ১ কোটি মানুষ ডাউনলোড করবে বলে আশা করছে রোপোসো। অ্যাড টেক ইউনিকর্ন ইনমবি প্রতিষ্ঠাতা এবং সিইও নবীন তিওয়ারি দাবি করেছেন যে ভিডিও শেয়ারিং অ্যাপটি রোপোসো কয়েক সপ্তাহের মধ্যে ১০ গুন লোক ডাউনলোড করেছে।

পাশাপাশি চিঙ্গারির উদ্যোক্তা সুমিত ঘোষ দাবি করেছে, “অ্যাপে প্রতি মিনিটে প্রায় 10,000 ব্যবহারকারী রয়েছেন। প্রতি ঘন্টা 3 মিলিয়ন ভিডিও স্যুইপ করা বা দেখা হচ্ছে। গত ২৪ ঘন্টা ২ মিলিয়ন ভিডিও দেখা হয়েছে। প্রতি ঘন্টা 90,000 নতুন ব্যবহারকারী অ্যাপ্লিকেশনটিতে যোগদান করছে” সহজেই এর থেকে এই প্ল্যাটফর্মটির জনপ্রিয়তা যে কি হারে বাড়ছে বোঝা যাচ্ছে


সম্পর্কিত খবর