বাংলাহান্ট ডেস্কঃ অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Susant Singh Rajput) এর মৃত্যুতে এখনো শোকস্তব্ধ তার পরিবার, বন্ধু ও অগনিত ভক্তরা। এরই মধ্যে অভিনেতার ইন্সটাগ্রাম (Instagram) অ্যাকাউন্টটিকে ‘স্মরনীয়’ করে রাখার সিদ্ধান্ত নিল ফেসবুক (facebook) কর্তৃপক্ষ।
২০২০ সাল বলিউডে একের পর এক বলি নিয়েছে। ইরফান খান, ঋষি কাপুরদের তালিকায় এবার যোগ হল আরো এক তারকার নাম, সুশান্ত সিং রাজপুত। ইরফান খান বা ঋষি কাপুরের তুলনায় অনেকখানি নবাগত সুশান্ত ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে মানভ দেশমুখের চরিত্রে অভিনয়ের সুযোগ পান সুশান্ত। তারপর আর তাকে ফিরে তাকাতে হয় নি। ‘কায় পো চে’ , ‘ ছিছোড়ে ‘, ‘এম এস ধোনি : আ আনটোল্ড ‘ স্টোরির মত সিনেমায় নিজের অভিনয় দক্ষতা চিনিয়েছেন।
১৪ জুন রবিবার, নিজের বান্দ্রার বাড়িতে পাওয়া গিয়েছে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। বাড়ির পরিচারক প্রথম দেখতে পেয়ে পুলিশে খবর দেন। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ৩৪ বছর অভিনেতা। তারপর প্রায় এক সপ্তাহ অতিক্রান্ত হতে চললেও এখনো তার ভক্তরা সুশান্তের স্মৃতিচারনায় মগ্ন। এরই মাঝে সুশান্তের অ্যাকাউন্টটিকে ‘memorialises’ করবার কথা ঘোষনা করেছে ইন্সটাগ্রাম।
কি এই ‘memorialised account ‘
কোনো জনপ্রিয় ব্যবহারকারীর মৃত্যু হলে ইন্সটাগ্রাম সেই অ্যাকাউন্টটিকে ঐ ব্যক্তির স্মৃতিচারণের জন্য বিশেষ হিসাবে চিহ্নিত করে। অ্যাকাউন্টটিতে ফুটে ওঠে ‘remembering’ কথাটি। কোনো ভাবেই অ্যাকাউন্টটির সেটিংস, প্রোফাইল পিকচার, কমেন্ট ইত্যাদি পরিবর্তন করা যায় না। মৃত ব্যক্তির ছবি ও ভিডিও সহ সব পোস্টই দেখতে পায় তার ভক্তরা। পাশাপাশি সেগুলি শেয়ারও করে নেওয়া যায়।
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি তার প্রয়ানের পর ফলোয়ারের সংখ্যা ১৩ মিলিয়ন ছাড়িয়েছে। তার প্রতিটি পোস্ট হৃদয়বিদারক কমেন্টে উপচে পড়েছে।