করোনা থেকে বাঁচতে হ্যান্ডশেকের পরিবর্তে ভারতীয় পদ্ধতিতে নমস্কার করলেন ট্রাম্প

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (corona) নিয়ে সারা বিশ্ব তোলপাড়। তখন এই ভাইরাসকে দূরে রাখতে বিশেষজ্ঞদের বললেন মাস্ক ব্যবহার করতে। সে মত সবাই মাস্ক পড়া শুরু করল। আবার এই ভাইরাসের সংক্রমণ রুখতে বিশেষজ্ঞরা জানালেন হ্যান্ডশেক পদ্ধতি দূরে সরিয়ে রেখে ‘নমস্কার’কে ফিরিয়ে আনতে।

করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ রুখতে হ্যান্ডশেক পদ্ধতি দূরে সরিয়ে রেখে ‘ভারতীয় সংস্কৃতির’ ‘নমস্কার’কে ফিরিয়ে আনতে বলছেন বিশেষজ্ঞরা। এই মর্মেই উদাহরণ সৃষ্টি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বৃহস্পতিবার হোয়াইট হাউসে (White House) ট্রাম্পের সঙ্গে বৈঠক ছিল আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী  লিও বরদকরের (Leo Varadkar)। সেই বৈঠকে দু’জনের ‘নমস্কার’ করে একে অপরকে অভিবাদন জানান।

 

1800x1200 coronavirus 1

বৈঠক শেষে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, কী ভাবে তিনি বরদকরকে অভিবাদন জানিয়েছেন। প্রত্যুত্তরে ট্রাম্প বলেন, “আমরা হাত মেলায়নি। আমরা একে অন্যের দিকে তাকিয়ে নমস্কার করেছি। একটু অদ্ভুত মনে হচ্ছিল তো বটেই।” তবে সাংবাদিকদের ‘নমস্কার’ মুদ্রা দেখিয়ে ট্রাম্প বলেন, “আমি সবেমাত্র ভারত থেকে ফিরেছি। ওখানে আমি হ্যান্ডশেক করিনি। এটা খুব সহজ।

ভারতের পাশাপাশি জাপানের মাথা নীচু করে অভিবাদনের ভঙ্গিরও ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। তাঁর সাফ কথা, “ওরা (ভারত আর জাপান) আমাদের থেকে এগিয়ে।” ট্রাম্প আরও যোগ করেন, “আমি কখনই বিশেষ হাত মেলাতাম না কারও সঙ্গে। কিন্তু আপনি যখন একবার রাজনীতিক হয়ে ওঠেন, তখন হাত তো মেলাতেই হয়!”


সম্পর্কিত খবর