বাংলাহান্ট ডেস্কঃ সাধারোণভাবে পরপর দুবার কিংবা ৬ বছর রাজ্য সভাপতি আসনে থাকতে পারেন রাজ্য নেতৃত্ব। তবে দ্বিতীয়বার সভাপতি পদে নির্বাচিত হয়ে ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ কাল থাকলেও, চলতি বছরের ডিসেম্বরেই ৬ বছর পূর্ণ হচ্ছে দিলীপ ঘোষের (dilip ghosh)। এবার দিলীপ ঘোষের বদলে কোন মহিলাকেই বাংলার বিজেপির রাজ্য সভাপতি করা হতে পারে বলে সূত্রের খবর।
একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের শ্লোগান ছিল ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। এবার সেই লক্ষ্যেই বাংলার মেয়ের সঙ্গে পাল্লা দিতে অপর এক বাংলার মেয়েকেই নামানোর চিন্তা ভাবনা করছে গেরুয়া শিবির। অন্যদিকে রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে সরিয়ে কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী করা হতে পারে বলেও খবর রয়েছে।
যদিও কেন্দ্রীয় নেতৃত্ব এবিষয়ে এখনও কোন সিদ্ধান্ত না নিলেও, রাজ্য সভাপতির পদের জন্য সর্বাধিক সম্ভাব্য দুটো নাম উঠে আসছে, দেবশ্রী চৌধুরী (Debasree Chaudhuri) এবং লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। যদিও এই বিধানসভা নির্বাচনে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে বিধায়ক পদে দাঁড় করালেও, বিরোধী নেতৃত্বের কাছে তিনি পরাজিত হন। অন্যদিকে রায়গঞ্জের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী নির্বাচনে অংশ না নেওয়ায়, হার জিতের কোন প্রশ্ন নেই। এদিক থেকে দেখতে গেলে। কিছুটা পাল্লা ভারী রয়েছে দেবশ্রী চৌধুরীর।
আবার, লকেট চট্টোপাধ্যায় দীর্ঘদিন রাজ্যের মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে দায়িত্ব সামলানোর পর বর্তমানে হুগলির সাংসদ এবং রাজ্যের সাধারণ সম্পাদক। যার ফলে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার সমস্ত গুণ রয়েছে তাঁর মধ্যে। অন্যদিকে, দেবশ্রী চৌধুরীর পরিবার আরএসএসের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। আবার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার আগে তিনি রাজ্যের সাধারণ সম্পাদকও ছিলেন। সেইকারণে তাঁর নামও বারবার উঠে আসছে, এই পদ দখলের জন্য। তবে এখনও অবধি এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা চললেও, কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।