গ্রামের মাঝে ঝকঝকে পাকা বাড়ির মালিক TMC প্রধান! তবুও আবাস যোজনার তালিকায় নাম স্বামীর

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে আবাস দুর্নীতি (Awas Corruption) ! বর্তমানে এই বিষয় নিয়মিতই খবরের শিরোনামে। বিগত কিছুদিন ধরে বাংলায় লাগাতার প্রকাশ্যে উঠে আসছে আবাস দুর্নীতির অভিযোগ। ঝকঝকে পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকা ভরেছে তৃণমূল নেতাদের (TMC Leader’s) নাম দিয়ে। অন্যদিকে নিজেদের ন্যায্য পাওনার দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন বঞ্চিত মানুষজন। এবার ফের এই একই চিত্র ধরা পড়ল মালদহের রহিমপুর এলাকায়। গ্রামের মাঝে ঝকঝকে বাড়ির মালিক হওয়া সত্ত্বেও তৃণমূল প্রধানের (TMC Pradhan) স্বামীর নাম আবাস যোজনার তালিকায়।

ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) চাঁচোল-১ নম্বর ব্লকের মতিহার পঞ্চায়েতের অধীন রহিমপুর এলাকায়। প্রত্যন্ত গ্রামে আর পাঁচটে নিম্নবিত্ত পরিবারের বাড়ির মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তৃণমূল প্রধানের ঝা চকচকে বাড়ি। এরইমধ্যে আবাস যোজনার সরকারি তালিকায় নাম প্রধানের স্বামীর। খবর প্রকাশে আসতেই শোরগোল পরে গেছে গোটা এলাকায়। তড়িঘড়ি নাম বাতিলের জন্য ব্লক প্রশাসনের কাছে ছুট লাগিয়েছেন পঞ্চায়েত প্রধানের স্বামী।

পাকা বাড়ির এমন সুযোগ-সুবিধার মালিকানা থাকা সত্ত্বেও কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় জ্বলজ্বল করছে তৃণমূল প্রধানের স্বামীর নাম! এই প্রশ্নেই সরব হয়েছে গ্রামবাসী।

pmay

তবে এখানেই শেষ নয়, ওই তালিকায় নাম রয়েছে প্রধানের দুই দেওরেরও। ঘটনায় স্বজনপোষণের অভিযোগ তুলে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি শিবির সহ স্থানীয় বঞ্চিত গ্রামবাসীগণ। দুর্নীতিগ্রস্ত ওই তালিকা সংশোধন করে প্রকৃত গরিবদের নতুন তালিকা তৈরির দাবি জানানো হয়েছে ইতিমধ্যেই। অন্যদিকে আবাস যোজনার তালিকায় এত বড় দুর্নীতির ঘটনা লোকসমক্ষে আসায় যথেষ্ট অস্বস্তিতে শাসকদল তৃণমূল কংগ্রেস।

 


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর