এক সিজনেই দৌড় শেষ, করন জোহরকে হঠিয়ে বিগ বস OTT র নতুন সঞ্চালক হচ্ছেন রণবীর সিং!

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক নন ফিকশন শো আসছে হিন্দি টেলিভিশনে। আর কয়েকদিন পরেই শুরু হবে ‘কফি উইথ করন’ এর সপ্তম সিজন। এবার আরো এক জনপ্রিয় এবং বিতর্কিত শো শুরুর সম্ভাবনার কথা শোনা গেল। জানা যাচ্ছে, বিগ বস OTT র (Bigg Boss OTT) আগামী সিজন শুরু করার কথা চিন্তা ভাবনা করছেন নির্মাতারা। তবে লাইমলাইট কেড়ে নিয়েছেন নতুন সিজনের সঞ্চালক।

গত সিজনে বিগ বসের সঞ্চালক হিসাবে ডেবিউ করেছিলেন পরিচালক প্রযোজক করন জোহর (Karan Johar)। তাঁর অতিনাটকীয়তা শোকে অন‍্য মাত্রা দিয়েছিল‌। তবে এখন পরিস্থিতি অন‍্য রকম। ছবি পরিচালনা, নিজের কফি উইথ করন শোয়ের শুটিং নিয়ে ব‍্যস্ত তিনি। বিগ বসের জন‍্য তাঁর ডেটই নাকি পাওয়া যাচ্ছে না। তাই নির্মাতারা অন‍্য কাউকে নেওয়ার ব‍্যাপারে চিন্তা ভাবনা করছেন।

913493 karan johar
নতুন সিজনের সঞ্চালক হিসাবে উঠে আসছে অভিনেতা রণবীর সিংয়ের (Ranveer Singh) নাম। এর আগে এই চ‍্যানেলেরই বিগ পিকচার নামে একটি রিয়েলিটি শোয়ের সঞ্চালনা করেছিলেন তিনি। তাই রণবীরকেই আবারো সঞ্চালক হিসাবে আনতে চাইছেন নির্মাতারা।

শোয়ের সম্ভাব‍্য প্রতিযোগীদের নামও উঠে এসেছে ইতিমধ‍্যে। তালিকায় রয়েছে মহেশ শেট্টি, পূজা গর, কাঞ্চি সিংদের মতো জনপ্রিয় টেলিভিশন অভিনেতা অভিনেত্রীদের নাম। এমনকি লক আপ এর প্রতিযোগী পুনম পাণ্ডের সঙ্গেও নির্মাতাদের কথাবার্তা চলছে বলে খবর।

গত বছরের সেপ্টেম্বর মাসে শেষ হয়েছিল বিগ বস OTT র প্রথম সিজন। সেই প্রথম বার টেলিভিশনের পর্দা ছেড়ে ডিজিটাল ডেবিউ করেছিল এই বিতর্কিত শো। কম সময়ের জন‍্য হলেও গসিপের ভালো মতো যোগান দিয়েছিল বিগ বস OTT। সেই সিজনে বিজয়ী হয়েছিলেন দিব‍্যা দত্ত আর দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন শমিতা শেট্টি।

Niranjana Nag

সম্পর্কিত খবর