বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তান যতই সব যায়গায় ভারতের বিরুদ্ধে বয়ান দিক না কে, কিন্তু গোটা বিশ্বে নরেন্দ্র মোদীর থেকে কয়েক ক্রোশ দূর পিছিয়ে আছে গোটা পাকিস্তান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আর এই কারণেই আরব আমিরশাহি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের সর্বোচ্চ সন্মানে সন্মানিত করল। আর এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে ট্রলের বাহার চলছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আরব আমিরশাহি সর্বোচ্চ নাগরিক পুরস্কার ‘অর্ডার অফ জায়েদ” দিয়ে সন্মানিত করে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার তুলনা ফেব্রুয়ারি মাসের সেই ঘটনার দিয়ে করছে, যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহম্মদ বিন সালমান এর ড্রাইভার হয়েছিলেন। সৌদি ক্রাউন প্রিন্স মোহম্মদ বিন সালমান ফ্রাব্রুয়ারি মাসে পাকিস্তানের ভিক্ষার ঝুলি ভরানোর জন্য পাকিস্তানে গেছিলেন। আর সেখানে ইমরান খান ওনার ড্রাইভার হয়েছিলেন।
তবে এই কথা ভারতের তরফ থেকে তোলার অনেক আগেই পাকিস্তানের বিরোধী দল গুলো তুলেছিল। পাকিস্তানের এক মহিলা সাংসদ পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে সংসদে ড্রাইভার বলে আখ্যা দিয়েছিলেন। বিরোধী দলের নেতারা ইমরান খানের ড্রাইভার হওয়া নিয়ে ওনার উপরে আক্রমণ করেছিল। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘অর্ডার অফ জায়েদ” সন্মান পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ফেব্রুয়ারি মাসের প্রসঙ্গ টেনে এনে ইমরান খানকে নিয়ে চরম ট্রল হচ্ছে।