মাধুরীকে ‘দেহ ব্যবসায়ী’ বলে অপমান! নেটফ্লিক্সের বিরুদ্ধে আইনি নোটিশ মিঠুনের

বাংলাহান্ট ডেস্ক : পছন্দের অভিনেত্রী মাধুরী ডিক্সিটিকে (Madhuri Dixit) অপমান করা হয়েছে। এই অভিযোগ তুলে এবার নেটফ্লিক্সকে (Netflix) আইনি নোটিশ পাঠাল অভিনেত্রীর এক ভক্ত মিঠুন বিজয় কুমার। তাঁর অভিযোগ অবিলম্বে সরিয়ে নিতে হবে জনপ্রিয় শো ‘দ্য বিগ ব্যাং থিওরি’। কারণ হিসিবে তিনি জানিয়েছেন এই শোতে অপমান করা হয়েছে মহিলাদের।

অভিযোগ, এই শোয়ের দ্বিতীয় সিজনের প্রথম পর্বে রয়েছে শেলডন কুপারের একটি চরিত্র। সেই চরিত্রে অভিনয় করেছেন জিম পার্সনস। তিনি নাকি মাধুরী ডিক্সিট এবং ঐশ্বর্য্য রায়ের চরিত্রের তুলনা করেছেন। সেই প্রসঙ্গে জবাব দিতে গিয়েই নাকি কুণাল নায়ারের চরিত্র অর্থাৎ রাজ কুথ্রাপাল্লি বলেন ,’ ঐশ্বর্য রায়ের সঙ্গে কখনই তুলনা হয়না মাধুরীর। কারণ তিনি ঈশ্বরতুল্য, আর মাধুরী একজন দেহ ব্যবসায়ী’।

Madhuri Dixit

আর প্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে এহেন মন্তব্য কিছুতেই মেনে নিতে পারেননি মিঠুন বিজয় কুমার। ইতিমধ্যেই তিনি আইনি নোটিশ পাঠিয়েছেন নেটফ্লিক্সকে। তাঁর সাফ বার্তা, ‘এই নোটিশে যা বলা হয়েছে তা অবশ্যই মানতে হবে নেটফ্লিক্সকে নতুবা আগামীতে অন্য পথে হাঁটবেন তিনি।

Madhuri Dixit

এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘নেটফ্লিক্সের মত কোম্পানি গুলিকে অবশ্যই বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত। মনোযোগ দেওয়া উচিত তাঁদের কাজকর্মের দিকে। এবং কোথায় তাঁরা সার্ভিস দিচ্ছে সেটাও মাথায় রেখে কাজ করা উচিত। এটা লক্ষ্য রাখা অবশ্যই তাঁদের কর্তব্য যাতে কোনও ভাবেই তাঁদের কন্টেন্টের কারণে কাউকে অপমানিত না হতে হয়। ‘বিগ ব্যাং থিওরিতে’ মাধুরী দীক্ষিতের বিরুদ্ধে যে অপমানজনক মন্তব্য করা হয়েছে আমি তার তীব্র বিরোধিতা করছি’।

Madhuri Dixit

তাঁর সংযোজন, ‘আমি মনে করি স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর আরও সচেতন হওয়া উচিত। সাধারণ মানুষের উচিত কোনও অপমান জনক কন্টেন্ট দেখলে তার তীব্র বিরোধিতা করা। এমনকি আমার মনে হয় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর বেশ কিছু গাইডলাইন মেনে চলা উচিত’।


additiya

সম্পর্কিত খবর