ইচ্ছা করে হিন্দুদের উৎসবে হিংসা ছড়ানো হচ্ছে, অস্ত্র তুলতে বাধ্য হবে ওরা”, বিস্ফোরক দিলীপ ঘোষ

   

বাংলা হান্ট ডেস্ক : রাম নবমীর মিছিলে (Ram Navami Procession) হামলা নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর দাবি রাজ্যে হিন্দুদের উৎসবে ইচ্ছা করে অশান্তি করা হচ্ছে। দরকারে হাতে অস্ত্র তুলে নেবে হিন্দুরা। শুক্রবার হনুমান জয়ন্তীর পরদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি দাবি করেন, যারা সিএএ, নূপুর শর্মার বক্তব্য নিয়ে গোলমাল করেছে তারাই হিন্দুদের অনুষ্ঠানে হামলা করছে।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির কথায়, ‘হিন্দুদের উৎসবে ইচ্ছা করে গোলমাল করানো হচ্ছে। তারাই করছে যারা নির্বাচনে গণ্ডগোল করে। তারাই করে, যারা সিএএ-র পর আক্রমণ করেছে, নূপুর শর্মার বক্তব্য নিয়ে আক্রমণ করেছে, সেই একই লোক গণ্ডগোল করছে। আর বাহানা দিয়ে হিন্দুদের ধর্ম টর্ম বন্ধ করে দেওয়া হচ্ছে। পরবর্তীকালে হিন্দুদের বিয়ে থাহা, শোভাযাত্রা বেরোবে না। বাড়ির মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। এটাই রাজনীতি। ভোট দিতে বেরোবে না হিন্দুরা। তারা নিজেরা লুঠে পুটে খাবে। এটা আদালত বন্ধ করেছে।’

dilip ghosh ss

দিলীপবাবু এদিন আরও বলেন, ‘আমার মনে হয় এই বাহানা দেওয়া বন্ধ করতে হবে। হিন্দুরা তাদের মতো করে উৎসব পালন করবে। বাকিরা তাদের মতো উৎসব করবে। আর যদি তলোয়ার, বোম আছে বলে আটকায় তখন হিন্দুরা নিজেদের ধার্মিক অধিকার রক্ষা করার জন্য অস্ত্র হাতেও নামবে। নামার দরকারও আছে। নইলে এরা সব বন্ধ করে দেবে।’

রাম নবমীর মিছিলে হামলা পরবর্তী হিংসার পর হনুমান জয়ন্তীতে রাজ্যে আধাসেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সঙ্গে রাজনৈতিক নেতারা রাম নবমী নিয়ে কোনও বিদ্বেষমূলক মন্তব্য করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

গতকাল, নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি লেখেন, ‘আজ তৃণমূলের নেতারা দাঙ্গাবাজদের উসকানি দিচ্ছে পাথর ছোঁড়ার, হামলা করার জন্য। কাল যখন মুখ্যমন্ত্রী, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সকল নেতা-মন্ত্রীরা জেলে চলে যাবেন তখন এদের কে দেখবে? এরা তো অনাথ হয়ে যাবে!’ এই পোস্টে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর