কুরসি হারাতে চলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, চরম গৃহযুদ্ধ কংগ্রেসে

বাংলা হান্ট ডেস্কঃ পাঞ্জাবে বর্তমানে গত কয়েক মাস ধরেই চলে আসছে কংগ্রেসের অন্তর্বিবাদ। যার একদিকে রয়েছেন মুখ্যমন্ত্রী তথা ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং অন্য প্রান্তে রয়েছেন প্রসিদ্ধ ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নভজোৎ সিং সিধু। বিবাদ যে প্রবেশ চরম পর্যায়ে পৌঁছেছে তা বুঝতে আর কোনো অসুবিধা রইল না মঙ্গলবার। কারণ কার্যত ক্যাপ্টেনকে পদ থেকে সরাতে এবার মরিয়া প্রচেষ্টা শুরু করলো সিধু-শিবির। এও জানা গিয়েছে যে ক্যাপ্টেনের কাজে খুশি নন অনেক বিধায়ক।

পাঞ্জাব বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র ছ মাস তার আগে এ ধরনের ঘটনা নিশ্চয়ই অস্বস্তিতে রাখবে শাসক দলকে। প্রসঙ্গত মঙ্গলবারই তিনজন ক্যাবিনেট মন্ত্রী এবং কয়েকজন প্রাক্তন বিধায়ক সহ প্রায় ২০ জন বিধায়ক মন্ত্রিপরিষদ আজ মিলিত হন মন্ত্রী ত্রিপত রাজিন্দর সিংহ বাজওয়ার বাড়িতে। এই বৈঠকে ঠিক হয়, ক্যাপ্টেনের কাজে যে তারা খুশি নন তা পরিষ্কার জানানো হবে হাইকমান্ডকে। ত্রিপত রাজিন্দর সিং বাজওয়া, সুখজিন্দর সিং রন্ধাওয়া, সুখবিন্দর সিং সরকারিয়া, পরগত সিং সহ পাঁচজন সদস্যের একটি দল এ বিষয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করবেন বলেও জানা গিয়েছে।

আজ নিজেদের মধ্যে এই বৈঠক শেষে মন্ত্রী চরণজিৎ চন্নী বলেন, “এখন মুখ্যমন্ত্রী সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবেন, আমরা এ ব্যাপারে নিশ্চিত নই। ক্যাপ্টেনের নেতৃত্বে পাঞ্জাবের সমস্যার সমাধান হচ্ছে না।” শুধু চরণজিৎ নয় পরগত সিংও পরিষ্কার জানান ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের কাজে খুশি নন বিধায়করা। তবে একদিকে যখন ক্যাপ্টেনের বিরুদ্ধে বিরোধিতা তীব্র হচ্ছে, তখনই অন্যদিকে রাজনৈতিক মহলের মতে, ২৬ আগস্ট মন্ত্রিসভার যে বৈঠক রয়েছে পাঞ্জাব সরকারের। তাতে অনেক মন্ত্রী রদবদলের আশঙ্কা রয়েছে। আর সেই কারণেই ক্যাপ্টেনকে চাপে রাখতে এই বৈঠক করলেন বাজওয়ারা।

IMG 20210824 193704

তবে নির্বাচনের মাত্র ৬ মাস আগে যেভাবে পাঞ্জাবে তীব্র হয়ে উঠছে কংগ্রেসের গৃহযুদ্ধ তাতে আগামী দিনে যথেষ্ট আশঙ্কা সৃষ্টি হবে তা বলাই বাহুল্য। বিশেষত নভজোৎ সিং সিধু এবং অমরিন্দর সিং দুই বরিষ্ঠ নেতার মধ্যে এই দ্বন্দ্ব নিশ্চয়ই চাপে রাখবে কংগ্রেস শিবিরকে। যদিও আজকের বৈঠকে উপস্থিত ছিলেন না সিধু। কিন্তু তার শিবিরও যে ক্যাপ্টেনের বিরুদ্ধে প্রস্তাব আনতে তৎপর এ নিয়ে কোন সন্দেহ নেই।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর