বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারণে এই মুহূর্তে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। কড়া বিধিনিষেধের জেরে সংক্রমণ কিছুটা কমলেও ঝুঁকি কমাতে বিধি-নিষেধের সময়সীমা আরও কিছুটা বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। যার জেরে বন্ধ রয়েছে বেশিরভাগ গণপরিবহন। তবে গতকাল থেকে সরকারি তরফে মিলেছে বেশ কিছু ছাড়। রেলমন্ত্রক জানানো হয়েছে কলকাতায় আজ থেকে চলবে সকাল-বিকেল পাঁচ জোড়া করে মেট্রো। লোকাল ট্রেন পরিষেবা এখনই শুরু না করলেও বিশেষ ট্রেন গুলিকে ইতিমধ্যেই ছাড় দেওয়া হয়েছে। আর এবার ছাড় দেওয়া হল ইন্টারসিটি এক্সপ্রেস গুলিকেও। জানা গিয়েছে কাল থেকেই রাজ্যে শুরু হতে চলেছে বেশকিছু ইন্টারসিটি ট্রেনের যাত্রা।
ইতিমধ্যেই রেল মন্ত্রক তরফে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল প্রায় ৫০ জোড়া ট্রেন চলাচলের ক্ষেত্রে বড় ছাড় দিয়েছেন। এবার জানা গেল ইন্টারসিটি ট্রেন গুলির ক্ষেত্রেও কালকে টিকিট কাটতে পারবেন যাত্রীরা।
বাংলায় চলছে কোন কোন বিশেষ ট্রেন এক নজরে দেখুন তালিকাঃ
ট্রেন নম্বর ০২০১৯ হাওড়া-রাঁচি শতাব্দী বিশেষ ট্রেন।
ট্রেন নম্বর ০২০২০ রাঁচি-হাওড়া শতাব্দী বিশেষ ট্রেন।
ট্রেন নম্বর ০২৩৪৩ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি বিশেষ ট্রেন।
ট্রেন নম্বর ০২৩৪৪ নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ বিশেষ ট্রেন।
ট্রেন নম্বর ০৩১৬১ কলকাতা-বালুরঘাট বিশেষ ট্রেন।
ট্রেন নম্বর ০৩১৬২ বালুরঘাট-কলকাতা বিশেষ ট্রেন।
ট্রেন নম্বর ০২২৬১ কলকাতা-হলদিবাড়ি বিশেষ ট্রেন।
ট্রেন নম্বর ০২২৬২ হলদিবাড়ি-কলকাতা বিশেষ ট্রেন।
ট্রেন নম্বর ০৩০৩৩ হাওড়া-কাটিহার বিশেষ ট্রেন।
ট্রেন নম্বর ০৩০৩৪ কাটিহার-হাওড়া বিশেষ ট্রেন।
বাংলার ইন্টারসিটি ট্রেনের তালিকাঃ
এই বিশেষ ট্রেনগুলি ছাড়াও বাংলায় যেসমস্ত ট্রেনগুলিকে ছাড় দেওয়া হয়েছে সেগুলি হলঃ
শিয়ালদা ও হাওড়া -নয়াদিল্লি এসি স্পেশাল, হাওড়া ও শিয়ালদা -বিকানির স্পেশাল, হাওড়া -দেরাদুন স্পেশাল, হাওড়া -যোগনগরি ঋষিকেশ স্পেশাল, হাওড়া -লালকুয়া স্পেশাল, হাওড়া-আসানসোল ইন্টারসিটি, শান্তিনিকেতন এক্সপ্রেস, হাওড়া-মালদাটাউন ইন্টারসিটি, কোলফিল্ড এক্সপ্রেস, হাজার দুয়ারী এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস, কলকাতা থেকে বালুরঘাটগামী তেভাগা এক্সপ্রেস, কলকাতা-রাধিকাপুর, তিস্তাতোর্ষা এক্সপ্রেস, আসানসোল-টাটা ট্রেন। এছাড়া কবিগুরু এক্সপ্রেসকেও ছাড়ের মধ্যে রাখার কথা ভাবা হয়েছে।
রেল মন্ত্রক সূত্রের খবর, সব মিলিয়ে প্রায় ১৭০ টি বিশেষ ট্রেন চালু হচ্ছে সোমবার থেকেই। জানানো হয়েছে যাত্রীরা টিকিট কাটতে পারবেন অনলাইনে, তবে এই মুহূর্তে ট্রেন গুলিতে কোন সাধারণ শ্রেণীর কামরা থাকছে না। মোট ৩৪টি ইন্টারসিটি এক্সপ্রেস চালু করার কথাও বলা হয়েছে। লোকাল ট্রেন চালু না হলেও এই ট্রেন মানুষের দুর্ভোগ কিছুটা কমাবে বলেই মত রেল মন্ত্রকের।