FD তে দুর্দান্ত সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, বিনিয়োগ করলেই মিলবে বাম্পার রিটার্ন

বাংলাহান্ট ডেস্ক : বিনিয়োগের উপায়গুলোর মধ্যে ফিক্সড ডিপোজিটের উপর ভরসা রাখেন কম বেশী সকলেই। চাকরিজীবী থেকে শুরু করে পেনশনারদের কাছে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) যে অর্থ সঞ্চয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম তাই বলাই বাহুল্য। প্রসঙ্গত উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেটের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফিক্সড ডিপোজিটের সুদের হারেও পরিবর্তন আসে।

তবে, সাম্প্রতিক কালে রেপো রেটের হারে কোন অদল বদল না আসলেও সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি নিজেদের FD-তে সুদের হার পরিবর্তন করে চলেছে। ফলে গ্রাহকরা অনেক বেশি পরিমাণে রিটার্ন পাচ্ছেন। ধনলক্ষ্মী ব্যাঙ্ক (Dhanlaxmi Bank) সাত থেকে দশ বছর মেয়াদের ক্ষেত্রে FD স্কিমে সুদের হার পাল্টেছে। এই নয়া নিয়ম চালু হয়েছে গত ৩ মে থেকে। বিভিন্ন মেয়াদের আমানতে ধনলক্ষ্মী ব্যাঙ্কের সুদের হার দেখে নিন-

   

৭ থেকে ১৪ দিনের আমানতে ধনলক্ষ্মী ব্যাঙ্ক ৩.২৫ শতাংশ সুদ দেবে।

১৫ দিন থেকে ৪৫ দিনের ডিপোজিটের উপর ব্যাঙ্ক ৫.৭৫ শতাংশ সুদ দেবে।

৪৬ দিন থেকে ৯০ দিনের FD-তে ব্যাঙ্ক ৬ শতাংশ পর্যন্ত সুদ দেবে।

৬.২৫ শতাংশ সুদ মিলবে ৯১ দিন থেকে ১৭৯ দিনের FD-তে।

১৮০ দিনের বেশি কিন্তু ১ বছরের কম সময়ের আমানতের উপর ৬.৫ শতাংশ সুদ দেবে ধনলক্ষ্মী ব্যাঙ্ক।

১ বছরের বেশি কিন্তু ২ বছরের কম সময়ের এফডিতে ৬.৭৫ শতাংশ হারে সুদ মিলবে।

৫৫৫ দিনের বিশেষ FD-তে সর্বোচ্চ ৭.২৫ শতাংশ সুদ দিচ্ছে।

ব্যাঙ্ক ২ বছরের বেশি কিন্তু ৩ বছরের কম সময়ের FD-তে ৬.৫ শতাংশ সুদ দেবে।

৩ বছরের বেশি কিন্তু ৫ বছরের কম সময়ের FD-তে ৬.৬ শতাংশ সুদ দেওয়া হবে।

১১১১ দিনের স্পেশ্যাল এফডি-তে ৬.৬ শতাংশ সুদ দেওয়া হবে।

৫ বছরের বেশি কিন্তু ১০ বছরের কম সময়ের FD-তে এই সুদের হার হবে ৬.৬ শতাংশ।

dhanlaxmi bank 1

এই প্রসঙ্গে বলে রাখা দরকার, এই ব্যাঙ্ক ০.৫০ শতাংশ বেশি সুদ দিচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য। যদিও এনআরআই ব্যক্তিদের জন্যও, ব্যাঙ্ক ৫৫৫ দিনের বিশেষ এফডি-তে ৭.২৫ শতাংশ সুদ দেওয়ার ঘোষণা করেছে।

 

 

 

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর