‘ইন্টার্ন শিক্ষক নিয়োগ’ এখনও অথৈজলে! বিধানসভায় সংশয় প্রকাশ শিক্ষামন্ত্রীর

বাংলা হান্ট ডেস্ক: শিক্ষক হওয়ার স্বপ্ন যেন আরো দুমড়ে-মুচড়ে যাচ্ছে এ রাজ্যে। শিক্ষকতার চাকরি পাওয়ার জন্য সমস্ত রকম পড়াশোনা শেষ করেও যেন পথ খুঁজে পাচ্ছেন না নতুনেরা। চাকরি না পাওয়ায় বহু মানুষ এবিষয় নিয়ে অনশনেও বসেছেনয় বেশ কয়েকবার। কিন্তু প্রতিবার আশানুরূপ আশ্বাস দিয়েও, কিছু সুরাহা করতে পারেনি সরকার।

bb7be joblessness in india

শিক্ষকতার চাকরিতে ইন্টার্ন শিক্ষক নিয়োগ পর্ব এখনো কোনো নতুন পথ দেখতে পারেনি। বিধানসভায় ফের স্পষ্ট হয়েছে এ বিষয়টি। গত ১৪ জানুয়ারি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টার্ন শিক্ষক নিয়োগের ভাবনার কথা প্রকাশ্যে নিয়ে আসেন। আজ সোমবার বিধানসভায় ফের তোলা হয় তৃণমূল সুপ্রিমোর সেই ভাবনার কথা। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সংশয় প্রকাশ করে জানিয়েছেন, এখনও আলোচনা চলছে বিষয়টি নিয়ে, তা বিশেষভাবে খতিয়ে দেখা হবে। তবে শিক্ষামন্ত্রীর বক্তব্যে একথা স্পষ্ট যে, ইন্টার্ন শিক্ষক নিয়োগ এখনো একটি দোনামোনার মধ্যেই রয়েছে। 

সম্পর্কিত খবর