বাংলা হান্ট ডেস্ক: চলতি বছর অর্থাৎ ২০২৪ প্রায় শেষের পথে। বছরের শেষে ICC (International Cricket Council) পুরুষ ও মহিলাদের বিভাগে বিভিন্ন পুরস্কারের দাবিদারদের নাম ঘোষণা করছে। সেই রেশ বজায় রেখেই সোমবার, ICC (International Cricket Council) বর্ষসেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার জেতার দৌড়ে চার খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে। আর সেখানেই অবাক হয়ে গিয়েছেন ভারতের ক্রিকেট অনুরাগীরা।
ICC (International Cricket Council)-র বর্ষসেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার:
সবথেকে চমকপ্রদ বিষয় হল যে, ICC (International Cricket Council)-র বর্ষসেরা মহিলা ক্রিকেটারের ক্যাটাগরিতে স্থান পাননি স্মৃতি মান্ধানা। যদিও, এই বছর স্মৃতি মান্ধানার পারফরম্যান্স ছিল যথেষ্ট ভালো। এদিকে, এই তালিকায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা ওলভার্ড, ইংল্যান্ডের অ্যামেলিয়া কের, শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটার চামারি আতাপাত্তু এবং অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড।
ICC (International Cricket Council) বর্ষসেরা মহিলা ক্রিকেটারের দাবিদারদের নাম ঘোষণা করেছে: জানিয়ে রাখি যে, লরা ওলভার্ড ক্রিকেটের প্রতিটি ফরম্যাটেই এই বছর রান করেছেন। ২৫ বছর বয়সী এই ওপেনার ১২ টি ODI ম্যাচে ৮৭.১২ এভারেজে ৬৯৭ রান করেছেন। যেখানে সর্বোচ্চ স্কোর হল অপরাজিত ১৮৪। ওলভার্ড ২০২৪ সালে ৩ টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। যেখানে তিনি করেন ২৩৩ রান। এদিকে, তিনি ৯ টি T20 ম্যাচে ৩৯.৫৮ এভারেজে দুর্দান্ত ৬৭৩ রান করেছেন। তাঁর নেতৃত্বে, এই বছর দক্ষিণ আফ্রিকা দল T20 বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে উঠতেও সফল হয়েছিল।
Four outstanding cricketers, one prestigious award
The shortlist for the Rachael Heyhoe Flint Trophy for ICC Women’s Cricketer of the Year is out #ICCAwardshttps://t.co/n3iRfqEcn6
— ICC (@ICC) December 30, 2024
এদিকে, ২০২৪ সালে শ্রীলঙ্কাকে প্রথম এশিয়া কাপ শিরোপা জিততে সাহায্য করার ক্ষেত্রে চামারি আতাপাত্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। T20 ফরম্যাটে সবচেয়ে বেশি রান করেছেন তিনি। আতাপাত্তু ২১ টি ম্যাচে ৭২০ রান করেন। একই সঙ্গে ODI ফরম্যাটে তাঁর ব্যাট থেকে এসেছে ৪৫৮ রান। এর পাশাপাশি তিনি উভয় ফরম্যাটেই মোট ৩০ টি উইকেট নেন।
আরও পড়ুন: কার্লসেনের জন্য হল নিয়মে পরিবর্তন! এবার জিন্স পরেই খেলবেন টুর্নামেন্ট, করলেন প্রত্যাবর্তন
এদিকে, অ্যানাবেল সাদারল্যান্ড তাঁর দুর্ধর্ষ অলরাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে ২০২০ সালে সবার নজর কেড়েছিলেন। তিনি শুধুমাত্র একটি টেস্ট ম্যাচ খেলেছেন। যেখানে তিনি করেন ২১০ রান। এর পাশাপাশি সাদারল্যান্ড ODI ফরম্যাটে ৫২.৭১ এভারেজে ৩৬৯ রান করেন। সাদারল্যান্ড ২ ফরম্যাটেই ১৮ টি উইকেট নেন।
আরও পড়ুন: মেলবোর্ন টেস্টে হেরে চরম সঙ্কটে টিম ইন্ডিয়া! WTC ফাইনাল খেলার জন্য ভারতের “ভরসা” এই দেশ
এছাড়াও, নিউজিল্যান্ডের অন্যতম প্রধান খেলোয়াড় অ্যামেলিয়া কেরকেও এই পুরস্কার জয়ের অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি ২০২৪ সালে ৯ টি ODI ম্যাচ খেলে ৩৩ এভারেজে ২৬৪ রান করেন। বোলিংয়ে অ্যামেলিয়া নেন টি ১৪ উইকেট। এছাড়াও, তিনি ১৮ টি T20 ম্যাচে, ৩৮৭ রান করেন এবং ২৯ টি উইকেট নেন।