জমে যাবে শীতের সন্ধ্যা, ভারত কাঁপাবেন আন্তর্জাতিক শিল্পীরা, কবে, কোথায় কনসার্ট?

বাংলাহান্ট ডেস্ক : সঙ্গীতপ্রেমী হন বা না হন, কনসার্ট (Concert) অনেকেই উপভোগ করেন। সুবিশাল অডিটোরিয়ামে বা খোলা আকাশের নীচে চোখ ধাঁধানো সেটআপে ভিড় করে লক্ষ লক্ষ শ্রোতা। আর কনসার্ট (Concert) যদি হয় আন্তর্জাতিক শিল্পীর তাহলে তো কথাই নেই। সামনেই বেশ কিছু বড় ইভেন্ট রয়েছে। এদেশে কনসার্ট (Concert) করতে আসছেন আন্তর্জাতিক সঙ্গীত দুনিয়ার কিছু খ্যাতনামা নাম।

কবে কোথায় হবে কনসার্ট (Concert)

শীত আসার মুখেই ভারত কাঁপাতে চলেছেন সঙ্গীত বিশ্বের কিছু অতি জনপ্রিয় নাম। এদেশে পারফর্ম করতে আসছে কোল্ড প্লে, অ্যালান ওয়াকার, ব্রায়ান অ্যাডামস এর মতো আলোড়ন সৃষ্টিকারী শিল্পীরা। কবে, কোথায় হবে কনসার্ট (Concert), কতই বা টিকিটের দাম, সমস্ত তথ্য রইল এই প্রতিবেদনেই।

আরো পড়ুন : মর্মান্তিক! সাত বছর ধরে চেষ্টার পর গর্ভেই নষ্ট রানির সন্তান

কোল্ড প্লে কনসার্ট (Cold Play)- ‘মিউজিক টু দ্য স্ফেয়ার্স’ ট্যুরের হাত ধরে ভারতে ফিরছে জনপ্রিয় ব্যান্ড কোল্ড প্লে। ২০২৫ সালের ১৮-১৯ শে জানুয়ারি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে পারফর্ম করতে চলেছে এই ব্যান্ড। ‘ফিক্স ইউ’, ‘ইয়েলো’র মতো হিট ট্র্যাকে কাঁপবে মুম্বই। টিকিটের মূল্য শুরু হচ্ছে ২০০০ টাকা থেকে। তবে এগুলি লিমিটেড ইনফিনিটি টিকেট। এরপর টিকিট রয়েছে ২৫০০-৩৫,০০০ টাকা পর্যন্ত।

আরো পড়ুন : ‘আমি মিত্তি মেয়ে’, আধো আধো গলায় বাংলা বলছে দেবী, বিপাশার শিক্ষাকে কুর্নিশ নেটপাড়ার

ডুয়া লিপা (Dua Lipa)- চলতি বছরের ৩০ শে নভেম্বর মুম্বইয়ের MMRDA গ্রাউন্ডে কনসার্ট (Concert) করবেন পপ আইকন ডুয়া লিপা। টিকিটের মূল্য শুরু ৪,৯৯৯ টাকা থেকে। তবে ইতিমধ্যেই সমস্ত টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছে।

লোলাপালুজা ইন্ডিয়া (Lollapalooza India)- মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে আগামী ৮-৯ ই মার্চ ২০২৫ সালে হতে চলেছে বিখ্যাত এই কনসার্ট (Concert)। পারফর্ম করবেন শন মেন্ডেস, গ্রিন ডে সহ আরো অনেকেই। ৫,৯৯৯ থেকে ৪৭,৯৯৯ টাকা পর্যন্ত রয়েছে টিকিট।

Concert

কে টাউন ফেস্টিভ্যাল (K Town Festival)- চলতি বছরের ১৪ ই ডিসেম্বর মুম্বইয়ের NESCO তে হবে এই কনসার্ট (Concert)। পারফর্ম করবেন EXO এর Chen এবং Got7 এর BamBam এর মতো শিল্পীরা। কে পপ ভক্তদের জন্য এটি বড় সুখবর। ৫,০০০ টাকা থেকে শুরু টিকিট।

সানবার্ন গোয়া (Sunburn Goa)- ভারতের সবথেকে বড় ইডিএম ফেস্টিভ্যাল হতে চলেছে চলতি বছরের ২৮-৩০ শে ডিসেম্বর। টিকিট থাকছে ৪,০০০-১২,০০০ টাকার।

দিলজিৎ দোসাঞ্ঝ ইন্ডিয়া টুর (Diljit Dosanjh India Tour)- ২৬-২৯ শে ডিসেম্বর, ২০২৪ এ দিল্লি, বেঙ্গালুরু, মুম্বইতে কনসার্ট (Concert) রয়েছে দিলজিতের। টিকিট মূল্য শুরু ৩,৫০০ টাকা থেকে।

Concert

ব্রায়ান অ্যাডামস লাইভ (Bryan Adams)- চলতি বছরেই ভারতে আসছেন রক তারকা ব্রায়ান অ্যাডামস। মুম্বই এবং দিল্লিতে কনসার্ট (Concert) করবেন তিনি। ৩,০০০-১০,০০০ টাকা পর্যন্ত থাকছে টিকিট।

Concert

সিগারেটস আফটার সেক্স ইন্ডিয়া টুর (Cigarettes After Sex)- ভারতে কনসার্ট করতে চলেছে এই জনপ্রিয় ব্যান্ড। আগামী বছরের ২৪ শে জানুয়ারি দিল্লি, ২৫ শে জানুয়ারি মুম্বই, ২৮ শে জানুয়ারি বেঙ্গালুরুতে কনসার্ট (Concert) করবেন তাঁরা। টিকিটের মূল্য শুরু ৩,০০০ টাকা থেকে।

Concert

অ্যালান ওয়াকার ইন্ডিয়া টুর (Alan Walker)- ‘ফেডেড’, ‘অ্যালোন’ এর মতো জনপ্রিয় হিট গানের শিল্পী চলতি বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত কনসার্ট করবেন এদেশে। মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি, কলকাতা সহ দশটি শহরে শো করবেন তিনি। শহর এবং ভেনু অনুযায়ী টিকিটের মূল্য থাকছে ২,৫০০-৮,০০০ টাকা পর্যন্ত।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর