অনন্ত রাধিকার বিয়েতে থাকবেন এই ইন্টারন্যাশনাল তারকরা! লিস্ট দেখে কপালে উঠবে চোখ

বাংলাহান্ট ডেস্ক : ১২ ই জুলাই চার হাত এক হতে চলেছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছোট ছেলে অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Marchant)। ভারতের ধনীতম ব্যক্তির ছেলের বিয়ে নিয়ে এখন গোটা বিশ্বজুড়ে উন্মাদনা। গত মার্চ মাসে অনন্ত ও রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল গুজরাটে। তারপর জুন মাসে হয় দ্বিতীয় দফার প্রাক-বিবাহ অনুষ্ঠান। জাঁকজমকপূর্ণ এই প্রাক-বিবাহ অনুষ্ঠান মন কেড়েছিল সবার।

অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড থেকে হলিউড, সর্বক্ষেত্রের তাবড় তাবড় তারকারা। জানা যাচ্ছে, অনন্ত ও রাধিকার বিবাহ অনুষ্ঠানেও পারফর্ম করতে আসছেন আন্তর্জাতিক তারকারা। আন্তর্জাতিক বহু তারকার সাথে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন মুকেশ আম্বানি (Mukesh Ambani) পরিবারের ম্যানেজমেন্ট টিমের সদস্যরা।

আরোও পড়ুন : শ্রীতমার বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ! ভিডিও ফাঁস করে ব্যবসায়ী যা বললেন … তুমুল শোরগোল!

জানা যাচ্ছে, মুকেশের (Mukesh Ambani) পরিবারের এই বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করতে আসতে পারেন আমেরিকান গায়িকা লানা ডেল রে এবং ব্রিটিশ পপ গায়িকা অ্যাডেলও। রাধিকা মার্চেন্ট লানা ডেল রে-এর একজন বড় ভক্ত। লানা ডেল রে-এর সাথে এই মুহূর্তে কথাবার্তা চলছে অনুষ্ঠানের তারিখ ও আর্থিক চুক্তির বিষয়ে। ১২ থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে আম্বানি পুত্রের বিবাহ অনুষ্ঠান।

আরোও পড়ুন : BSNL ইউজারদের দিলো বড়ো উপহার! দেখে হতাশ jio Airtel ব্যবহারকারীরা

অনন্তর প্রি-ওয়েডিংয়ে পারফর্ম করতে দেখা যায় হলিউড গায়িকা রিহানা, ব্যাকস্ট্রিট বয়েজ, পিটবুল এবং ইতালীয় অপেরা গায়িকা আন্দ্রেয়া বোসেলিকে। সেই পারফরমেন্সের ছবি ও ভিডিও বেশ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অনন্ত ও রাধিকা মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তাঁদের বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ১২ জুলাই। একটি আশীর্বাদ অনুষ্ঠান আয়োজিত হবে ১৩ তারিখ।

Anant Radhika

আর ১৪ তারিখ রয়েছে একটি জমকালো অনুষ্ঠান ও অভ্যর্থনা সভা। এই অনুষ্ঠানে দেশ ও বিদেশের বহু খ্যাতনামা ব্যক্তিরা যোগদান করবেন। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। সেই অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন গোটা বিশ্ব থেকে বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামা ব্যক্তিরা। এবার সবাই তাকিয়ে রয়েছেন অনন্ত ও রাধিকার বিবাহ অনুষ্ঠানের দিকে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর