ইন্টারনেট সবচেয়ে সস্তা এই দেশে! ২৩৩ দেশের তালিকায় কত নম্বরে ভারত, রইল তথ্য

বাংলা হান্ট ডেস্ক: যুগের সাথে তাল মিলিয়ে এবং গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যানগুলিতে (Recharge Plans) এখন কলিং সুবিধার চেয়ে ডেটা সুবিধার উপর বেশি নজর দিচ্ছে। পাশাপাশি, এই প্ল্যানগুলির দামও কোম্পানির ভিত্তিতে পরিবর্তিত হয়। এমতাবস্থায়, সাম্প্রতিক এক প্রতিবেদনে বিশ্বের সব দেশের ডেটা চার্জের বিস্তারিত তথ্য উঠে এসেছে। পাশাপাশি, সেখানে স্পষ্ট হয়ে গিয়েছে ভারতের স্থানও।

মূলত, cable.co.uk তার সর্বশেষ প্রতিবেদনে বিশ্বের সেই দেশগুলির প্রসঙ্গে জানিয়েছে যেখানে সবচেয়ে সস্তায় এবং সবচেয়ে বেশি দামে মোবাইল ডেটা পাওয়া যায়। এই তালিকায় উল্লেখযোগ্যভাবে সর্বনিম্ন ডেটা মূল্যের শীর্ষ পাঁচ দেশের তালিকায় ভারতের নাম রয়েছে। অর্থাৎ, ভারতে বসবাসকারী গ্রাহকেরা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম দামে ডেটা ব্যবহার করতে পারেন। ওই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ২৩৩ টি দেশের এই র‌্যাঙ্কিংয়ে ভারত ৫ নম্বর স্থানে রয়েছে।

এই ৫ টি দেশে ইন্টারনেটের দাম সবচেয়ে সস্তা: cable.co.uk তাদের প্রতিবেদনে ২৩৩ টি দেশের 1GB মোবাইল ডেটার খরচ গণনা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইজরায়েলে সবচেয়ে সস্তায় ডেটা পাওয়া যায়। সেখানে, 1GB ডেটার জন্য গ্রাহকদের খরচ করতে হয় মাত্র ০.০৪ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩.২০ টাকা। অপরদিকে, এই তালিকায় ইতালি রয়েছে দুই নম্বরে। সেখানে ব্যবহারকারীদের 1GB মোবাইল ডেটার জন্য ০.১২ ডলার খরচ করতে হয়। ভারতীয় মুদ্রায় এর পরিমান হল ৯.৫৯ টাকা। এছাড়াও, সান মারিনো রয়েছে তিন নম্বরে। সেখানে 1GB ডেটার জন্য গ্রাহকদের খরচ করতে হয় ০.১৪ ডলার (প্রায় ১১.১৯ টাকা)।

এরপরেই রয়েছে ফিজির নাম। ফিজিতে গ্রাহকদের 1GB ডেটার জন্য ০.১৫ ডলার (১১.৯৯ টাকা) খরচ করতে হয়। আর তারপরেই অর্থাৎ পঞ্চম স্থানে রয়েছে আমাদের দেশ ভারত। এখানে ব্যবহারকারীদের 1GB ইন্টারনেটের জন্য ০.১৭ ডলার খরচ হয়। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৩.৫৯ টাকা।

mobile tower

এই দেশগুলিতে ডেটার দাম সবচেয়ে বেশি: প্রসঙ্গত উল্লেখ্য যে, ওই প্রতিবেদনটিতে এমন ৫ টি দেশের নামও দেওয়া হয়েছে যেখানে ডেটার দাম সবচেয়ে বেশি। ওই তালিকার শীর্ষে রয়েছে সেন্ট হেলেনা। যেখানে 1GB ডেটার দাম পড়বে ৪১.০৬ ডলার। যা প্রায় ৩,৩২৩.৯২ টাকার সমান। এরপরে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, Sao Tome and Principe, টোকেলাউ এবং ইয়েমেন রয়েছে। এই দেশগুলিতে 1GB ডেটার জন্য, ব্যবহারকারীদের খরচ হবে যথাক্রমে ৩৮.৪৫ ডলার (প্রায় ৩,০৭২.১১ টাকা), ২৯.৪৯ ডলার (প্রায় ২,৩৫৬.২১ টাকা), ১৭.৮৮ ডলার (প্রায় ১,৪২৮.৫৯ টাকা) এবং ১৬.৫৮ ডলার (প্রায় ১,৩২৪.৭২ টাকা)।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর