বিক্ষোভে উত্তাল হাওড়া! সোমবার পর্যন্ত বন্ধ ইন্টারনেট পরিষেবা

পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার আঁচ আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গেও। বৃহস্পতিবার থেকেই রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ দেখায় সংখ্যালঘুরা। সবথেকে বেশি বিক্ষোভ দেখা গিয়েছে হাওড়ায়।

বৃহস্পতিবারের পর শুক্রবারেও একই হাল দেখা গিয়েছে বাংলায়। বরঞ্চ গতকালের থেকে আজ বিক্ষোভের তীব্রতা আরও বেড়ে যায়। হাওড়ার ডোমজুড়ে মারমুখী হয়ে ওঠে বিক্ষোভকারীরা। ডোমজুড় থানায় চলে হামলা।

থানায় ইট-পাথর ছোড়ার কারণে আহত হন ১২ জন পুলিশকর্মী। বিভিন্ন এলাকায় বর্তমানে ১৪৪ ধারা জারি রয়েছে। আর এরই মধ্যে অশান্তি ঠেকাতে বড় সিদ্ধান্ত নিল প্রশাসন। গোটা হাওড়া জেলা জুড়ে আগামী সোমবার পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বিক্ষোভকারীদের কড়া হাতে দমন করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

ইতিমধ্যে বিজেপি ও তৃণমূল দুই দলেরই পার্টি অফিসে হামলার খবর উঠে আসছে হাওড়া থেকে। গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে তুমুল আতঙ্ক। পাশাপাশি জাতীয় সড়ক ও রেল লাইনে অবরোধ করায় হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর