বলুনতো মাত্র ২৪ ঘন্টার জন্য ভারতের রাজধানী হয়েছিল কোন শহর? উত্তর জানলে চমকে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : বর্তমান যুগ প্রতিযোগিতার। শিক্ষা থেকে চাকরি, সব জায়গায় চলছে ইঁদুর দৌড়। চাকরির বাজারে সাফল্য পেতে গেলে চাই বিশেষ প্রস্তুতি। অনেকেই স্কুল – কলেজের পড়াশোনার পাশাপাশি চালিয়ে যাচ্ছেন সরকারি চাকরির চেষ্টা। লিখিত পরীক্ষার পাশাপাশি চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ (Interview) রাউন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই ইন্টারভিউ রাউন্ডে চাকরিপ্রার্থীদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য বেশ কিছু প্রশ্ন করা হয়। এই প্রশ্নগুলি সাধারণ জ্ঞান থেকেই ধরা হয়। কিন্তু অনেক সময় এমন কিছু প্রশ্ন থাকে যা আমাদের ঘাবড়ে দিতে পারে। তাই আগে থেকে এই প্রশ্ন ও উত্তরগুলি আমাদের জানা থাকলে ইন্টারভিউ রাউন্ডে সমস্যার সম্মুখীন হতে হবে না। চলুন আজ দেখে নেওয়া যাক তেমনই কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর।

১) প্রশ্ন: কে আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন?
(ক) স্বামী রাম কৃষ্ণ পরমহংস
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) স্বামী দয়ানন্দ সরস্বতী
(ঘ) স্বামী সচ্চিদানন্দ
উত্তর: (গ) স্বামী দয়ানন্দ সরস্বতী (Swami Dayananda Saraswati) আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন।

২) প্রশ্ন: ভারতীয় ভূখণ্ডের দক্ষিণতম অংশ কোনটি?
(ক) কন্যাকুমারী
(খ) মান্নার উপসাগর
(গ) ইন্দিরা পয়েন্ট
(ঘ) ইন্দিরা কোল
উত্তর: (গ) ভারতীয় ভূখণ্ডের দক্ষিণতম অংশ হল ইন্দিরা পয়েন্ট (Indira Point), যা আন্দামান ও নিকোবরে অবস্থিত।

৩) প্রশ্ন: ভগবান বুদ্ধ কোন স্থানে বুদ্ধত্ব লাভ করেন?
(ক) বুদ্ধগয়া
(খ) মগহর
(গ) সারনাথ
(ঘ) কপিলাবস্তু
উত্তর: (ক) ভগবান বুদ্ধ বুদ্ধগয়ায় (Buddha Gaya) জ্ঞান লাভ করেছিলেন।

৪) প্রশ্ন: ভারতের কোন শহরকে সুগন্ধির শহর বলা হয়?
(ক) জয়পুর
(খ) পাটনা
(গ) কনৌজ
(ঘ) উধমপুর
উত্তর: (গ) ভারতের উত্তর প্রদেশ রাজ্যে অবস্থিত কনৌজ (Kanauj) শহরকে সুগন্ধির শহর বলা হয়, কারণ এখানে প্রচুর সুগন্ধি দ্রব্য তৈরি হয়।

20230616 200655 0000

৫) ভারতের কোন শহরটি ২৪ ঘন্টার জন্য রাজধানী হয়েছিল?
(ক) ভূপাল
(খ) এলাহাবাদ
(গ) হায়দ্রাবাদ
(ঘ) আমেদাবাদ
উত্তর: (খ) এলাহাবাদ (Allahabad), যা বর্তমানে প্রয়াগরাজ (Prayagraj) নামে পরিচিত। ১৮৫৮ সালে এলাহাবাদকে ২৪ ঘন্টা বা একদিনের জন্য ভারতের রাজধানী করা হয়েছিল।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর